এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
ঈদের পর ইচ্ছে ছিল ভারত ও নেপাল যাওয়ার ।
কিন্তু ইন্ডিয়ান ভিসা জটিলতায় এই ট্যুর বাদ দিলাম । হুট করে সিদ্ধান্ত নিলাম সেন্টমার্টিনে যাব, যেই কথা সেই কাজ । কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম সেন্টমার্টিনে । পর্যয়ক্রমে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো । আগের পর্ব দেখতে এখানে Click This Link
আমাদের ঈগল এক সময় সেন্টমার্টিনের অতি নিকটে চলে এল, এবং জাহাজ ঘাটে ভীরবার আগেই কয়েকটি ক্লিক মারলাম ।
জাহাজ জেটিতে ভীরছে, আর লোকজন নামছে............
এক সময় আমরা নেমে এলাম দ্বীপে.......
এখানে স্থল পথের একমাত্র বাহন এই ভ্যানগাড়িগুলো, জাহাজগুলো ঘাটে ভেড়ার আগ পর্যন্ত এভাবে এগুলো বসে থাকে, আর পথগুলোও থাকে শুনশান ।
আর জাহাজ থেকে নেমে এই বাহন দিয়ে পর্যটকরা দ্বীপের ওপারের সৈকতে যায়, এবং এলাকাটা হয়ে পড়ে কোলাহল মুখর । এখানে অধিকাংশ পর্যটকই জাহাজে করে ১২ টায় এসে নামে এবং একই জাহাজে করে ৪টায় ফিরে যায়, যার কারনে ১২ থেকে ৪টা পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ থাকে অত্যন্ত ব্যাস্ত । ৪টার পরে তারাই থাকে যারা কয়েকদিনের জন্য এখানে আসে, যেমন আমরা এসেছিলাম দুইদিনের জন্য ।
[img|]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।