আমাদের কথা খুঁজে নিন

   

পাগলি

ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ

ইব্রাহীম খলিল পাগলি তুমি এত কম কথা বল যে- প্রাসঙ্গিক কথা শেষে, হৃদয়কথা বলার সময়ই হয় না, তাই হয়তো হৃদয়কথা স্তুপ হয়ে- জন্মগ্রহন করে কষ্ট,কষ্ট আর কষ্ট। কলম, খুঁচিয়ে-খুঁচিয়ে তা থেকে তুলে আনে- একটা কষ্ট, দুইটা কষ্ট তিনটা-চারটা-পাঁচটা কষ্ট। কিন্তু কষ্ট আর শেষ হয় না, যেন মেটরিয়াল। আর তাইতো, কলম পাগল হয়ে বদলায় রং, আঁকে, ঐ সব কষ্টের ইমেজ, ব্যর্থতার পৃষ্ঠায়, তুলে ধরতে চায় তোমার সম্মুখে।। লাল কালিতে-নীল কালিতে আঁকা কষ্টগুলো- প্রতিটা কাঁদে কখনো চিৎকারে, কখনোবা নিরবে, আবার, কখনোবা অশ্রুহীন হতে পলক পড়ে দ্রুত, বুকের দীর্ঘ্য শ্বাস ছেড়ে, একটু হেসে- মাথা নেড়ে বলে-পাগলি…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।