মা কথাটি অতি ছোট
কিন্তু জেনো ভাই
ত্রিভুনে এর চেয়ে নাম যে মধুর নাই"
আজ বিশ্ব মা দিবস। আজকের এ ক্ষনে বিশ্বের সব মাকে জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
মা,
মা,
মা,
আমার মা। আজকের এ দিনে তাকে জানাই শ্রদ্ধাবনত সালাম। মায়ের ঋণ কোনদিন শোধ করা যায় না, যাবেও না এটি চিরন্তন।
পৃথিবীর সব কবি সাহিত্যিক মাকে নিয়ে অনেক লেখা লিখেছেন। বিভিন্ন ধর্মেও মাকে নিয়ে অনেক আলোচনা আছে। সবকিছুর মুল বিষয় মাকে শ্রদ্ধা-ভালবাসা জানানো। মায়ের সেবা যত্ন করা।
পবিত্র ইসলাম ধর্মে মায়ের সেবার ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে :
পবিত্র আল-কুরআনে বলা হয়েছে-উহ শব্দটি বলেও আঘাত দেওয়া যাবেনা।
মহান আল্লাহ তায়ালা তার ইবাদত করার পর মা-বাবার সেবা করার কথা বলেছেন।
একদা মহানবী হযরত মুহাম্মদ স. কে তাঁর সাথীরা প্রশ্ন করেন, আমরা কার সেবা যত্ন করব?
নবীজি স. বলেন- তোমার মার। সাহাবী বলেন- অতঃপর কার ? নবীজি স. বলেন- তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলে নবীজি স. তৃতীয় বার আবারও মায়ের সেবা করার জন্য আদেশ দেন। চতুর্থবার বাবার কথা বলেন।
নবীজির উক্ত বানী থেকে স্পষ্টত বুঝা যায় বাবার তুলনায় মায়ের অধিকার তিন গুন বেশি।
বিশ্ব মা দিবসে আমাদের অঙ্গীকার হোক-
আমরা এ পৃথিবীতে সবচেয়ে মাকে বেশি ভালবাসব, মায়ের সব দাবি যথাসম্ভব পুরনের চেষ্টা করব। পশ্চাত্য সংষ্কৃতির ওল্ড হোম যেন না হয় কোন মায়ের স্থান। মা যেন তার আদরের সন্তানের কাছেই তার শেষ জীবনটা কাটাতে পারে।
কারন মায়ের ভালবাসা অকৃত্রিম- মাদার'স লাভ ইজ আনকন্ডিশনাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।