রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
কিছুদিন আগেই এ্যপাল স্টোর থেকে একটা কীবোর্ড কিনেছি। কেনার কারণ হলো, আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে দেখি ও উইন্ডোজ কম্পিউটারে এ্যাপলের কীবোর্ড ব্যবহার করছে। দেখতে চমৎকার, ভীষণ স্লীম, শব্দহীন আর ভীষণ মজবুত। গ্যারান্টি দিয়ে বলতে পারি,এই কীবোর্ড কারো মাথায় পড়লে, মাথা শেষ ;-)। যাইহোক মূল কথায় আসি।
কীবোর্ডটা সবদিক থেকে অসাধারণ, কিন্তু সমস্যার ব্যাপার হলো এটাতে "প্রিন্টস্ক্রীণ" বাটনটা নেই। ম্যাক ওস-এ এটা "এফ১৩" সেটা আমি জানি, কিন্তু উইন্ডোজে সেটা কাজ করছেনা।
ব্যক্তিগতভাবে আমি কম্পিউটারে প্রচুর লিখালেখি করি। বলতে পারেন, দিনের বেশীরভাগ সময় কাটে কম্পিউটারের সামনেই। আর টুকটাক ওয়েব ডিজাইনের কাজও করি, সেকারণেই আমার ঐ ফাংশনটা ভীষণ প্রয়োজন।
কেউ কি বলতে পারবেন, কিভাবে এর সমাধান করা সম্ভব? ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।