আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখে নিই যুগে যুগে সামুর চেহারা কেমন ছিল??( স্ক্রীনশট ফ্রম ২০০৭ টু ২০১৩) - টাইমট্রাভেলিং

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা।
আসুন আজকের পোষ্টে দেখে নিই সামুর সেই পুরাতন যুগের কিছু স্নেপশট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অনেকটাই ধারনা পাবেন আগে সামু কেমন ছিল - এখন কেমন আছে। সামুর বিবর্তন সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পোষ্টে।

তাই, শুরু হোক টাইমট্রাভেলিং। সামুর সাথে আছি অনেকদিন ধরে। একধরনের ভালবাসার বন্ধনে যেন আবদ্ধ হয়ে গেছি। ব্রাউজারের যতগুলো ট্যাব থাকুক না কেন - সামুর একটা ট্যাবও খোলা থাকে। পাশের বাসার এক ছেলে একদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে এসেছে আমার কাছে।

রেজাল্ট দেখার জন্য এডুকেশন বোর্ডের ওয়েবসাইট খোলার আগে,খুলে নিলাম সামু। ঐ ছেলে আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বললাম , দাড়া স্টিকি পোস্টটা পড়ে নি। ঐ ছেলে , আমার দিকে এমন আগুন চোখে তাকাল - আমি নিশ্চিত ওর চোখের দিকে বেশিক্ষণ তাকালে আমি ভস্ম হয়ে যেতে পারি। তাই, তাড়াতাড়ি স্টিকি পোস্টের দিকে মনোযোগ দিলাম।

১টা কমেন্ট করে তারপর রেজাল্ট দেখে দিলাম। ভাগ্যিস,এ+ ছিল। তাই, আগুন আগুন ভাবটা পুরা যায় নাই , তবে একটু কমছিলো! যাই হোক - এখান থেকেই আমাদের টাইমট্রাভেলিং শুরু হোক। একদম শুরুর দিকে ২০০৫ সালে সাইট থিম ছিল- ২০০৬ এর দিকে এধরনের বিজ্ঞাপন দেওয়া হত - প্রথমেই, অগাস্ট ১২,২০০৭ তখনকার সময় দেখি সর্বোচ্চ ব্লগার লিস্টও ছিল। তখনকার সেরা ব্লগারদের আজ অনেকেই নেই! এইবার আরো কিছুদিন এগিয়ে যাই , সময়ঃ নভেম্বর ১৪ ,২০০৭ খবর আছে? এখনি ব্লগে জানিয়ে দিন 5455 –এ sms করুনঃ @bba eg., @bba curfew relaxed from 8am to 10pm বিস্তারিত ইন্টারেস্টিং ব্যাপার, ব্লগ সে সময়ে খবর সংগ্রহেও ব্যবহৃত হত।

এইবার আসি এপ্রিল ১৪,২০০৮এ নোটিশবোর্ড নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে। ভালইতো... এপ্রিল ১ , ২০০৯ এ যাওয়া যাক... স্ক্রীনশট দেখুনঃ যুদ্ধাপরাধী বিচার নিয়ে তখনি তোড়জোড় শুরু হয়ে গিয়েছিলো। দিন অনুসারে পোস্টের ব্যাপারটা তখন ছিল। পোস্ট হয়ত কম ছিল-এজন্য। তখনকার সময় হাত বাড়িয়ে দাও , নিয়ে একটা ক্যাটাগরি ছিল নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ ছিল।

অনেক মানুষ উপকৃত হয়েছিল এর দ্বারা। এছাড়া , নতুন বলে সেসময়ে মন্তব্য খুব কম ছিল(এখনকার অনুপাতে) । মে ১৩ , ২০১০ তখনকার সময়ে স্টিকি পোস্ট বলে কিছু ছিল না, ছিল দৃষ্টি আকর্ষণ পোস্ট। আগস্ট ১১ , ২০১০ সে সময়ে রেটিং এর ব্যাপার ছিল। ব্লগাররা ভাল লেখাকে রেটিং দিয়ে উৎসাহিত করত।

কালের বিবর্তনে , সেটি হারিয়েছে- নির্বাচিত বলে তখন কিছু ছিল না ছিল - সংকলিত পোস্ট! ডিসেম্বর ৩১ , ২০১০ ফিফার সেই পোস্ট ফ্যাক্টস ফাইল : সামহোয়্যারইন ব্লগ ২০১০ (জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত) রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ৬৫ হাজার। চলতি বছরে সামহোয়্যারইন ব্লগ ভিজিট হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ১৯৭ বার। মোট ইউনিক ভিজিটর ছিল ১১ লাখ ১১ হাজার ৪৬০ জন। মোট পেইজভিউ হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭২৪টি। ..................... ইত্যাদি ইত্যাদি... সামু যে বিচিত্র থিম ব্যবহার করতো , সেটা দেখাই যাচ্ছে।

বিষয়বস্তু নির্ধারণে বৈচিত্র্য ছিল। সেইসময় প্রতিবছর ভিজিটর সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হত। ফেব্রুয়ারী ১৫ , ২০১২ সেপ্টেম্বর ১ , ২০১২ কিছুটা পরিবর্তন আসে ইন্টারফেসে সে সময়ে নির্বাচিত পোস্ট আর সকল পোস্ট একসাথে এক পেজে থাকতো। এখন সেই স্টাইলটাকে খুব মিস করি। অক্টোবর ২৫ , ২০১২ সামু যে সবসময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মধ্যে থেকেছে এটা সে সময়ের সাইট থিম থেকেই বোঝা যেতে পারে... এই ধরনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আসলেই প্রশংসনীয় ছিল।

জানুয়ারি ১৫ , ২০১৩ স্ক্রীনশট থেকেই দেখা যায় , সামু সর্বদা সামাজিকভাবে দায়বদ্ধ থেকেছে । সবশেষে আজকের তোলা একটি স্ক্রীনশট হালের নোটিফিকেশন সিস্টেম পর্যন্ত যোগ হয়েছে , এখন। দীর্ঘ সময়ের এই পথচলার সামান্য অংশই তুলে ধরতে পেরেছি। তবুও আশা করতে পারি , এই দীর্ঘ পথচলার সামান্য অংশ হলেও তুলে ধরতে পেরেছি। এইসব স্ক্রীনশট নেয়া হয়েছে , ইন্টারনেট আর্কাইভের সহায়তায়।

এভাবেই , ব্লগ পরিণত হয়েছে মানুষের দাবি আদায়ের হাতিয়ারে। জাতীয় বিভিন্ন ইস্যুতে ব্লগ আমাদের পথপ্রদর্শকের মাধ্যম হিসেবে কাজ করেছে। এর চাইতেও বড় কথা - ব্লগ ছিল মুক্তচিন্তার অন্যতম হাতিয়ার । যা অনেক প্রেরণা যুগিয়েছে - অনেক ফ্রী-থিঙ্কারকে। দেশের অন্যতম সর্ববৃহৎ এই ব্লগ আমাদের দিয়েছে , মুক্তচিন্তা প্রকাশের সবচেয়ে সেরা হাতিয়ার...তাই আমরা নতুন ব্লগাররা কৃতজ্ঞতা জানাই এই ব্লগের ফাউন্ডারদের।

জয়তু সামু , তুই টিকে থাক আরও শত বছর , সহস্র বছর... উৎসর্গঃসেইসব ব্লগার যাদের ব্লগিং বয়স ২ বছরের নিচে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.