সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও স্থপতি শাকুর মজিদ এক সংক্ষিপ্ত সফরে দুবাই আসেন। গত ৫ মে ২০১১ তার সম্মানে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয় আমিরাত-বাংলা মাসিক মুকুল পত্রিকার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন-মুকুল সম্পাদক লুৎফুর রহমান, মুকুল পরিজন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মশকুর আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আব্দুল বাসিত তনয় আফজাল সাদেকীন ও মুকুলের স্টাফ রিপোর্টার তুষার মুহিব। শাকুর মজিদ আমিরাতে বাঙালিদের অবস্থান জানতে চান এবং আগামীতে বাঙালি প্রজন্মকে এগিয়ে নিতে মুকুল পরিবারের চিন্তার কথাকে তিনি সাধুবাদ জানান। পরে মাসিক মুকুলের পক্ষ থেকে শাকুর মজিদকে নিয়ে দুবাই হেরিটেজ হাউজ. আহমদিয়া হেরিটেজ স্কুল, দুবাই হেরিটেজ ভিলেজ, বিশ্বের সর্বোচ্চ দালান বুর্জ আল খলিফা সহ দর্শনীয় স্থান ভ্রমণ করেন। উল্লেখ্য, শাকুর মজিদের সফরসঙ্গী ছিলেন-পঞ্চপর্যটকের স্থপতি কাজী মোহাম্মদ আরিফ, স্থপতি তরিকুল ইসলাম, এনায়েত কবীর ও সায়ীদ হাসান। পঞ্চপর্যটক দল পোল্যান্ড সহ পৃথিবীর অন্যান্য ৪টা দেশ ভ্রমণ শেষে দুবাই আসেন এবং দুবাই থেকে ৬ মে দেশে ফেরেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।