আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে মাসিক মুকুল’র বর্ণাঢ্য বর্ষবরণ

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

গত পহেলা বৈশাখ ১৪১৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ আয়ীর একটি অভিজাত রেস্টেুরেন্টে আমিরাত-বাংলা মাসিক মুকুলের উদ্যোগে বর্ষবরণ অনুষ্টিত হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালায় ছিল বর্ষবরণ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুকুলের পাঠক সংগঠন মুকুল পরিজন দুবাই শাখা আয়োজন করে এই বর্ষবরণের। সকালে র‌্যালী এবং রাতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান।

মুকুল পরিজন দুবাই শাখার সভাপতি শফিকুজ্জামান চৌধুরী রিপনের সভাপতিত্বে ও মুকুলের সিনিয়র রিপোর্টার রহমান বাবুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক মুকুলের সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল সম্পাদক লুৎফুর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিম। টেলি কসফারেন্সে প্রবাসীদের শুভেচ্ছা দিয়ে দেশের কল্যাণে সবসময় এগিয়ে আসার আহবান জানান সাবেক ডাকসু ভিপি, সাবেক সাংসদ ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন- আপনারা এ দেশের প্রতিনিধি। আপনারাই অর্থনীতির মুল চাবিকাটি। আজ পহেলা বৈশাখকে বিদেশের সামনে উপস্থাপন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূর।

তিনি সকল প্রবাসীকে দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবসময় কাজ করার আহবান জানিয়ে মুকুলকে শেকড়সন্ধানী কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিজন মোহাম্মদ আলী মান্না, মাসুদ পারভেজ ও মুন্না আহমদ। সবার গায়ে বাংলা নববর্ষের একই রঙের টিশার্ট ছিল অনুষ্ঠানের প্রাণ। প্রাণবন্ত এই অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, স্বরূপ গোস্বামী, মোহাম্মদ সাইদ, সোহেল আলম, ফজলুল কাদের, মিজানুর রহমান, শওকত, মোস্তাফা, ফয়জুল করিম, আমির হোসেন, শাকিল, নাজমুল হুদা বাবর, জসীম উদ্দিন, আবুল ফয়েজ, সুমন ইমরান, ফেরদৌস আহমদ, ফখরুল ইসলাম, হুমাযুন মিয়া, আবু সাদাত মহসিন, সাগর আহমদ সুনাম, কয়েছ আহমদ, সাগর, মাজহারুল ইসলাম, মনজুর হোসেন, নাসির উদ্দিন, হাশেম সুমন, তৌফিক, সুমন, রিটন, ওমর ফারুক, আকরাম, বাবুল, নজরুল, খালেদ, সেলিম, ইলিয়াছ, ইসকত ও রিপন। আলোচনা সভা শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়।

মিজানুর রহমানের পরিচালনায় বাউল, ভাটিয়ালি, জারি ও সারি গান পরিবেশন করেন-আকতার আলী, দেলোয়ার হোসেন মিলন, আব্দুল হামিদ, আমির আলী, এরশাদ আলী ও বাবুল মিয়া প্রমুখ। উল্লেখ্য, সকালে শতাধিক বাঙালি যুবক নববর্ষের ছাপা করা টি শার্ট পরে দুবাই ইন্টারন্যাশনাল সিটি’র সামনে র‌্যালী করলে বিভিন্ন দেশের উৎসাহী লোকেরাও এতে যোগ দেয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.