আবদুল হালিম ও নূরে আলমের পর এবার আমিরাতে সততার নজির গড়লেন আরও এক বাংলাদেশি। তার নাম সানোয়ার হোসাইন। ভুলবশত ব্যাংক প্রদত্ত ২৫ হাজার দিরহাম ফেরত দিয়ে তিনি এই নজির স্থাপন করেন। গতকাল দুপুরে ব্যাংক কর্তৃক তাকে সততার সম্মান সূচক সনদ প্রদান করা হয়। ঘটনার বিবরণ দিয়ে সানোয়ার হোসাইন এই প্রতিবেদককে জানান, শনিবার দুপুরে নিজের প্রতিষ্ঠান তামিম তাসিন টেকনিক্যাল ওয়ার্কস এল এল সি-এর প্রয়োজনে শারজাহ ন্যাশনাল পেইন্ট এলাকার এমিরেটস ইসলামী ব্যাংক শাখায় ৫৫ হাজার দিরহামের একটি চেক নিয়ে যান।
এ সময় ব্যাংক কর্মকর্তা একটি প্যাকেটে তাকে অর্থ প্রদান করলে ব্যাংকের প্রতি আস্থা থাকায় সেখানে প্যাকেটটি না খুলে তিনি ফিরে যান তার দুবাইস্থ অফিসে। অফিসে বসে প্যাকেটটি খুলে দেখেন তাতে ৮০ হাজার দিরহাম। অর্থাৎ পুরো ২৫ হাজার দিরহাম বাড়তি। এই অতিরিক্ত অর্থ ফেরত দিতে উদ্যোগী হন সানোয়ার। সঙ্গে সঙ্গে দুবাইস্থ বিমানের রিজিওনাল ম্যানেজার সৈয়দ হাসান হোসেন কাজীকে বিষয়টি অবহিত করলে তার সহায়তায় ব্যাংকে যোগাযোগ করে ব্যাপারটি জানানো হয়।
পরবর্তীতে ব্যাংকের সহকারী ম্যানেজার ও ক্যাশিয়ারের উপস্থিতিতে ওই বাড়তি ২৫ হাজার টাকা ফেরত দেন। সানোয়ারের এমন সততায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।