সার্চ জায়ান্ট গুগলের নতুন আকর্ষণ নেক্সাস ৭ ট্যাবলেট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে বুধবার সকালে স্যান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে গুগলের নতুন ট্যাবলেট সম্পর্কে ঘোষণা করা হয়।
গুগলের মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৩ চালিত প্রথম ডিভাইস এটি। আগের ভার্সনের তুলনায় পাতলা ও হালকা হবে ট্যাবলেটটি। একটি সামনের ক্যামেরা, উচ্চ রেজুলিউশনের পেছনের ক্যামেরা ও একটি উজ্জ্বল ১৯২০ বাই ১২০০ পিক্সেলের ডিসপ্লে থাকছে এই ট্যাবে।
প্রথমে দুটি ভার্সনে বাজারে আসবে গুগলের এই নতুন নেক্সাস ৭ ট্যাবলেটটি। এর ১৬ গিগাবাইটের ভার্সনটি পাওয়া যাবে ২২৯ ডলারে আর ২৬৯ ডলারে পাওয়া যাবে ৩২ গিগাবাইটের ওয়াই-ফাইযুক্ত ভার্সনটি।
৩০ জুলাই থেকেই নেক্সাস ৭ ট্যাবলেটটি বাজারে আসবে। বেস্ট-বাই, অ্যামাজন, ওয়ালমার্ট ও রেডিওশ্যাকের মতো প্রতিষ্ঠানগুলোতে খুচরো বিক্রি করা হবে এই ট্যাবলেটটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।