আমাদের কথা খুঁজে নিন

   

বাঙলা লিটলম্যাগ (ওয়েবম্যাগ)-এর দ্বিতীয় সংখ্যা (মে ২০১১) প্রকাশিত



বাঙলা লিটলম্যাগ (ওয়েবম্যাগ)-এর দ্বিতীয় সংখ্যা (মে ২০১১) প্রকাশিত এই সংখ্যায় লিখেছেন প্রবন্ধ আল মাহমুদ ডা: জামেদ আলী: সাহিত্য ও সান্নিধ্যে ভ্রমণ মুহম্মদ মতিউর রহমান ইউরোপ-আমেরিকার পথে-জনপদে ইতিহাস সংস্কৃতি ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী ইখতিয়ার উদ্-দ্বীন মুহাম্মদ বখতিয়ার খীলজীর সাংস্কৃতিক কর্মকান্ড: একটি ইতিহাসভিত্তিক বিশ্লেষণ সাক্ষাৎকার ছড়াকার ফারুক হোসেনের সাক্ষাৎকার: শিশুসাহিত্য মার্জিত ও পরিচ্ছন্ন সাহিত্য ।। সাক্ষাৎকার গ্রহণ : আফসার নিজাম গল্প অপরিহার্য রক্ত মাহমুদ বিন হাফিজ গান দুটি গান মালিক আবদুল লতিফ কবিতা ও ছড়া সাইফুল আরেফীন ভাদ্রের শোকগাঁথা লাবণ্য কান্তা সেজে নব নীল বেশ শিবু দাস একা সোহাগ চক্রবর্তী শিরোনাম হীন আদিত্য অনিক প্রেম এ কে আজাদ আষাঢ়ের ছড়া মেহেদী হাসান মিঠু কষ্টের শ্লেটে প্রেমের অভিষেক গেলাম বনবাস ফয়েজ উদ্দিন শাকিল বাঙলা দেখার জন্য এই লিঙ্ক ব্যবহার করুন http://banglalittlemag.wordpress.com/ আপনার লেখাটি পাঠিয়ে দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।