আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ হোক বিবেকের খোলা জানালা

,,,কুয়াশার আড়ালে লুকানো ঘটনা কুয়াশার চাদরে জড়ানো সকালের মোহনীয় রূপের মত নিস্পাপ, নিস্কলঙ্ক, নির্মোহ নয়,,,

ব্লগ হচ্ছে আপন অনুভুতি স্বাধীনভাবে অপরের নিকট প্রকাশের আধুনিকতম মাধ্যম। সাধারণভাবে একে ডিজিটাল ডায়েরী বলে আখ্যা দেয়া হলেও বতমানে এর প্রসারতা সর্বদিকব্যাপী আর প্রকটতা সর্বজনবিদিত। ব্লগীয় অন্দোলন ছড়িয়েছে ইয়েমেন থেকে মিশরে আর তারুণ্যের নবজাগরণের রুদ্র আচে পুড়েছে ক্ষমতালোভী বেন আলী আর একনায়ক মোবারকের সিংহাসন। আমাদের দেশে ব্লগ শব্দটি একেবারে অচেনা না হলেও প্রতি হাজার জনে মাত্র পাচ টেলিডেন্সিটির দেশে সাধারণ মানুষের নিকট এটি মোটেই পরিচিত নয়। বাংলাদেশে ব্লগ ইউজার প্রধানত শহরের শিক্ষিতশ্রেণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশী।

আমরা সবাই মিলে বিভিন্ন ব্লগে স্বাধীনভাবে করে যাচ্ছি মুক্তচিন্তার চর্চা। কিন্তু ‘স্বাধীনতা’ মানেই যে স্বেচ্ছাচারিতা নয় তা আমরা মাঝে মাঝে ভুলে যাই। তাই ‘মুক্তচিন্তা’র চর্চার আড়ালে আমরা ব্লগে প্রায়ই দুষ্টবুদ্ধির প্রতিফলন দেখতে পাই। বিভিন্ন ব্লগে এই দুষ্টবুদ্ধির মালিকেরা ধর্ম নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে, শুরু হয় আস্তিক-নাস্তিকতার দলাদলি, অবিরত চলে গালাগালি। আবার কোন কোণ ব্লগার বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্লোগান তোলে- ‘ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ আর তখন বিপক্ষ শিবির থেকে ‘ভাদা’ বা ‘ছাগু’ নামে কুরুচিপূর্ণ পোস্টের ফ্লাডিং আসে।

কিন্তু শিক্ষিত মুখোশধারী অন্তঃসারশূন্য এসব ব্লগাররা বুঝতে চান না যে নাস্তিক হলেই সালমান রুশদি হওয়া যায় না আর ‘আগুন জালো’ বলে ডাক দিলেই লোকে চে গুয়েভারার সম্মন দেয় না। তারা পালটা যুক্তি দিয়ে বলতে পারেন- ‘আমাদের পোস্টে আমরা যা খুশি দেব- তোমরা না পড়লেই পার। ’ “হ্যা, আপনারা যা খুশি তা দিতেই পারেন। তবে সেটা আপনার ব্যক্তিগত ব্লগে। কখনোই এই ধরণের কম্যুউনিটি ব্লগে নয়।

ব্লগীয় কম্যুনিটির সবাই মিলে শুভবুদ্ধির চর্চার পরিবেশকে দলাদলি সৃষ্টির মাধ্যমে নষ্ট করার অধিকার আপনাদের মত নর্দমার কীটদের দেয়া হয় নি। ” আবার কিছু কিছু ব্লগার আছেন যারা সুচতুরভাবে বিভিন্ন পোস্টে নিজেদের এ্যডভেটাইজিং করেন। হ্যা, আপনাদের বলছি- “চতুরতার আশ্রয় নিয়ে যে এ্যাড আপনার পোস্টের মাধ্যমে করলেন তা যে সুচতুরভাবে ব্লগাররা এড়িয়ে যান সেটা কি আপনারা কোনদিনই বুঝবেন না?” কেউ কেউ পত্রিকার খবরের কপি-পেস্ট করে পোস্ট দিয়ে ব্লগে নিজেদের উপস্থিতি জানান দেন। হ্যা, আপনাদের বলছি- “আপনি তো আমার এলাকার হকার না। তবে কেনো শুধু শুধু এক্সট্রা কষ্ট করেন?” আবার হাটুবুদ্ধি ধারণকারী কতিপয় ব্লগার ‘১৮+’ যোগ করে পোস্টে হিটের সংখ্যা বাডাতে চান।

হ্যা, আপনাদের বলছি- “হিট বাড়লেই কিন্তু হট হওয়া যায় না। ” আপনাদের মাথার কুঠুরিতে কিছু থাকলে বুঝতেন যে ‘১৮+’ আইটেম দেখতে বা পড়তে ব্লগাররা ব্লগে আসেন না। এটা স্বীকার করতেই হবে যে, ব্লগে সবার চিন্তাধারা-ধ্যান ধারণা এক নয়। সব ব্লগারকে রুচিশীল পোস্ট করতে বাধ্য করাও সম্ভব না। কিন্তু এক কাঠামোতে সবাইকে বিচার করে একটি ব্লগকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা খুবই সম্ভব।

আর এটা করতে পারে একটা স্ট্রং মডারেশন বোর্ড। আমি আশা করব ‘সামহোয়ার ইন' ব্লগের অভিজ্ঞ মডারেটরগণ আগামীর পথচলায় সংখ্যাধিক্যের চেয়ে মানের কদর করবেন আর দলাদলিকে নিরুৎসাহিত করে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আমার প্রত্যাশা ‘সামহোয়ার ইন' ব্লগ হবে মুক্ত চিন্তা আর শুদ্ধ বিবেকের অবিরত খোলা জানালা। যে জানালার এ পাশে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে চোখ মেলব অনন্ত নীলাকাশপানে। পারস্পরিক যুক্তিযুক্ত আলোচনা আর বুদ্ধিদীপ্ত লেখনীতে এই প্লাটফর্মের মাধ্যমে আমাদের বাংলা মা’কে তুলে ধরব বিশ্বদরবারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.