চাতক পাখির মত আজও চেয়ে আছি একজন অকৃত্বিম বন্ধুর অপেক্ষায়...
আমরা যারা বেশিরভাগ সময় ব্যস্ততার মাঝে কাটাই, তারা ইচ্ছে করলে ফেসবুকের সব টুকিটাকি মোবাইলে পেতে পারি। আমরা হয়ত ভাবছি, মোবাইলটা অবশ্যই মাল্টিমিডিয়া বিশিষ্ট হতে হবে। আসলে তা নয়, যে কোন মোবাইলেই এটা সম্ভব। ধরুন নকিয়া এগারশত দশ, এগারো ইত্যাদি। শুধু সিম থাকলেই ব্যাস...এ জন্য আপনাকে যা যা করতে হবে....
০১. প্রথমেই ফেসবুকে লগইন করতে হবে, অতঃপর একাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
এখানে আমি সকলের সুবিধার্থে ছবি ও আলোচিত অংশে লাল চিহ্ন দিয়ে দিয়েছি। একাউন্ট সেটিংস নামে যে অপশনটি আছে, তাতে ক্লিক করতে হবে. অতঃপর প্রদর্শিত ছবির মত মোবাইল অপশনটিতে ক্লিক করতে হবে, ও রেজিষ্টার ফর ফেসবুক টেক্স ম্যাসেজ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের পছন্দনীয় মোবাইল অপারেটিং সিষ্টেম সিলেক্ট করে নিতে হবে। এখানে উল্লেখ্য যে, শুধুমাত্র বাংলালিংক, এয়ারটেল, রবি ও সিটিসেল প্রযোজ্য। অন্য কোন সিম প্রযোজ্য নয়।
অতঃপর আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে F লিখে পাঠিয়ে দিতে হবে ৩২৬৬৫ এই নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটা কোড প্রদান করা হবে, যা সংরক্ষন করে রাখতে হবে। এখানে লাল চিহ্নিত জায়গায় ঐ কোডটা টাইপ করতে হবে। তবে যদি আগে থেকে ঐ জায়গায় কোন মোবাইল নং থাকে তাহলে তা রিমোভ করে নিতে হবে। অতপর নিজের প্রয়োজন আর চাহিদানুসারে নিন্মোক্ত সেটিংসগুলো করে নিতে হবে।
তারপর এরকম একটি মেসেজ আসবে... তারপর এরকম একটা মেসেজ প্রদর্শিত হবে, যার একটা কপি আপনার মোবাইল নং এ পাঠিয়ে দেয়া হবে। এখন ফেসবুক স্টাটাস, ফ্রেন্ড রিকুইস্ট, মেসেজ ও এর উত্তর সব স....ব পাবেন আপনার মোবাইলে। এখন উপভোগ করুন আসল মজা। ভাল থাকা হয় যেন, খুব বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।