এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ আবেদন করেন।
শনিবার বিকালে রাজধানির মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিজ হাতে সভাপতির কাছে এ চিঠি পৌছে দেন মো. হেলাল।
চিঠিতে হেলালউদ্দিন সড়ক-মহাসড়কগুলোতে ব্যাক্তি, সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চাঁদাবাজি ও হয়রানির বিস্তারিত তুলে ধরেছেন।
তিনি এফবিসিসিআইর দ্রব্যমূল্য মনিটরিং কমিটির আহ্বায়কের পদ থেকেও অব্যাহতি চেয়েছেন।
আবেদন গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।