এমন সুন্দর শোভাযাত্রা রাজধানীতে খুব একটা দেখা যায় না। রাজপথজুড়ে রীতিমতো নান্দনিক নৃত্য পরিবেশনা। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সারা দেশের নৃত্যশিল্পীরা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করেছিলেন এই শোভাযাত্রা।
‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’ স্লোগান নিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এখানে আয়োজন করেছিল সপ্তাহব্যাপী নৃত্য উৎসব। দিনভর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক নৃত্য দিবসে শেষ হলো তাদের আয়োজন।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় সমাপনী অনুষ্ঠানে আবার মিলিত হন সবাই। এ অনুষ্ঠানে নৃত্যগুরু গোলাম মোস্তফা খান ও নৃত্যশিল্পী রওশন আরা বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া তপন দাশগুপ্তকে ‘জি এ মান্নান সম্মাননা পদক’, সালেহা চৌধুরীকে ‘বুলবুল চৌধুরী সম্মাননা পদক’ ও কমল কান্তি পালকে ‘গওহর জামিল সম্মাননা পদক’ দেওয়া হয়।
নৃত্যাঞ্চলের আয়োজন: ভরতনাট্যমের ‘পুষ্পাঞ্জলি’ পরিবেশনা দিয়ে নাচ শুরু করে নৃত্যাঞ্চলের শিশুশিল্পীরা। এরপর তারা এক এক করে ‘মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’—এসব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।
গতকাল বিকেলে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যাঞ্চল।
সকাল ১০টায় বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করা হয় দিনের কর্মসূচি। টিএসসির সড়কদ্বীপ থেকে শুরু করে শোভাযাত্রাটি সোনারগাঁও হোটেল, ধানমন্ডি ও নিউমার্কেট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়।
‘আলোকের এই ঝর্নাধারায়’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যায় শুরু হয় জ্যেষ্ঠ শিল্পীদের নাচের পালা। এ পর্বে নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার, ধ্রুপদ কলা কেন্দ্র, স্পন্দন, সুপ্তবিকাশ, মণিপুরি নটপালা, নন্দন কলা কেন্দ্র ও সৃষ্টি কালচারাল অর্গানাইজেশন।
এ ছাড়া নাটকের নৃত্য পরিবেশন করে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট ও বটতলা।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বগুড়া নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে সম্মাননা ও নৃত্যানুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ নৃত্যশিল্পী ও নৃত্য গবেষক রত্না চৌধুরী। নৃত্য শিল্পী সংস্থার সভাপতি আবদুস সামাদ পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক বুলবুল ব্যাপারী, রবীন্দ্রচন্দ্র সরকার প্রমুখ। নৃত্য পরিবেশন করে নওগাঁর নৃত্য নিকেতন, বগুড়ার বুলবুল নৃত্যকলা কেন্দ্র, আমরা ক’জন শিল্পী গোষ্ঠী, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি, সান্তাহারের পদ্দকুড়ি নৃত্য নিকেতন, সোনাতলা সাংস্কৃতিক কেন্দ্র, জয়পুরহাট নৃত্য ছন্দ, গাইবান্ধা নৃত্য গোষ্ঠীর শিল্পীরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।