মশিউর রহমান মিঠু
চট্রগ্রামে যেমন পীর পয়গম্বর জামাত হেফাজত থাকেন
একইভাবে চট্রগামে আদর্শে দীপ্যমান এক একজন বীর মানুষ থাকেন।
স্বদেশি আন্দোলনের যেমন ছিলেন বিপ্লবী র্সূযসেন,প্রীতিলতা। তাঁদের যোগ্য উত্তরসরী ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি প্রয়াত হবার পর তাঁরই যোগ্য উত্তরসরী একজন রমা চৌধুরীকে দেখলো দেশবাসি। একজন বীরঙ্গনা অতি করুন তাঁর জীবন কাহিনী এবং কষ্টকর তাঁর দিন-যাপন।
সে কাহিনী ইতোমধ্যে দেশবাসী জেনেছেন। তিনি কোন পাদুকা পরেন না। পাদুকা ছাড়াই তিনি প্রধানমন্ত্রির সাথে দেখা করতে এসেছেন। প্রধানমন্ত্রির সাথে কষ্ট বিনিময় করেছেন কিন্তু নিজের জন্য কোন অনুদান বা অনুগ্রহ প্রত্যাশা করেন নি। তাঁর আত্মমযার্দারোধ দেখে স্তম্ভিত হয়েছেন প্রধানমন্ত্রি ও দেশবাসি।
তবুও তিনি সকলের কাছে দেশ গড়ার আহ্বান জানান। Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।