চট্রগ্রামে সহিংসতায় ২জন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। অপরদিকে পিকেটারদের ছোঁড়া ককটেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাহমুদ নামে এক লরি চালক নিহত হন। এ ঘটনায় ২ হেলপার আহত হয়।
জানা যায়, আজ মঙ্গলবার যুবদল ও ছাত্রদলের ডাকা আধাবেলা হরতালের শুরুতে ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় পিকেটারদের ছোঁড়া ককটেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাহমুদ (২৫) নামে ওই লরি চালক নিহত হন।
মালবাহী কনটেইনার লরিটি মঙ্গলবার ভোরে একটি বেসরকারি আইসিডিতে যাচ্ছিল। সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে পিকেটাররা লরিটিকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এসময় লরিটি দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক মাহমুদ মারা যান।
অপরদিকে সোমবার রাত ১১টার দিকে তাকুণ্ডের বাড়ককুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে রাসেল (২৬) নামে এক বিএনপি কর্মী নিহত হয়। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি, তার বাড়ি উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।
রাতে কাজ শেষে রাসের বাড়ি ফেরার পথে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে পড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।