আমাদের কথা খুঁজে নিন

   

ওরে কে তোরা, কেন এত ভীত !

স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) ওরে কে তোরা কি নিয়ে এত ভাবছিস স্বপ্নপুরনে কেন বার বার পিছপা হচ্ছিস কিসের এত তরাস তোদের অকালেই মরছিস শঙ্কিত মনে বারবার পথ কেন হারাচ্ছিস কোন কালে হয়না সংগ্রামী কাল তম কর্বুর বন্ধুর পথ মাড়িয়ে যেতে হবে অনেকদূর ভয়-ভীতি-শঙ্কা নিয়ে কেন এত ভাবুক ভয় কে আলিঙ্গন করে দেখ সাহসী ঐ বুক ক্ষীণ আলোয় দেখে ওরা অন্ধকারের কীট আলোর মাঝে বুনে চলে আধারের বীজ অন্ধকারে অমানিশায় হয়তো দিকভ্রান্ত পথিক অন্ধকারেও আলো আনে আত্মবিশ্বাসের ভিত দাবিয়ে রাখতে পারে নাই কোন মিথ্যার ছল সত্য আলোয় উদ্ভাসিত চিরকাল সত্যের বল কে পারে ঠেকাতে তোদের এই একতার লহর বসুমতী থেকে বিদায় হবে সকল অপশক্তির দল © একটি বোকামন ভাবনা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।