ইউনিভর্সিটিতে প্রায়ই ক্লাসরুমে বসে কবিতা লিখতাম। কিছু কিছু ক্লাস খুব বিরক্তিকর মনে হতো। কঠিন কঠিন সব গানিতিক সমীকরন, গ্রাফ আর ক্যালকুলাসের জন্জালের মাঝে মনটা কেন যেনো চলে যেতো কবিতার রাজ্যে। মধ্য দুপুরের আলস্য কেমন যেনো ঘোর লাগানো। সেই ঘোর লাগানো অবস্থায় শব্দের জগতে প্রবেশের সাথে সাথেই এক স্বর্গীয় সুখ পরশ বুলিয়ে যায়।
স্বর্গীয় সেই সুখের অনুভুতি কবিতায় অনুবাদ করার ব্যর্থ চেস্টা করতাম আমি আর আমার বন্ধু শাহরিয়ার। এভাবেই একদিন আমরা একটা যৌথ কবিতা লিখে ফেললাম। প্রথম লাইনটা শাহরিয়ারের লেখা, পরের লাইন আমার। তার পরের লাইন আবার শাহরিয়ারের, চতুর্থ লাইন আমার আর এভাবেই পুরো কবিতাটি।
মধ্য দুপুরের অলস কাব্য
আমি দেখছি তোমায় কান্নার জলে,
আয়নার মতো করে তোমার ছবি,
বারে বারে প্রতিবিম্বিত-
তোমার মুখ, আমার কষ্ট।
ভাবছি চাঁদের আলোয়, নিঃস্ব, স্তব্ধ,
রাত্রির অন্ধকারে স্বপ্নের বাড়ীফেরা।
কেনো বারে বারে আশা নিরাশার খেলা,
হয়তোবা নিয়তির অবহেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।