আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী সাহায্য চাই!যাঁরা ডাক্তার অথবা যাঁদের মেডিকেল এটাচমেন্ট আছে একটু ঢু মেরে যাব%%%%%%%%%%%%%%%%%%%%%%%%'''''''

আমিও বাধ ভাংতে চাই...

আমার ভাইয়ের বয়স ১৮ বছর। হঠাৎ করে ও পড়ালেখা একদম ছেড়ে দিয়েছে। ছোটবেলা থেকে অত্যন্ত ব্রিলিয়ান্ট ও। আর খাটতোও। কলেজে সেকেন্ড ইয়ারে উঠেই এই পরিবর্তন হয়ে গেল।

এখন ছোটো বোনের সাথে মাঝে মাঝে ছাড়া কারুর সাথে কথাও বলে না...সারাক্ষণ রূমে বসে থাকে আর বাথরূমে গেলে প্রায় ২ ঘন্টার আগে বের হয়না। এম্নিতে গল্পের বই পড়ার নেশাটা আগের মতই আছে। আমরা ওকে অনেক ভাবে বুস্ট আপ করার চেষ্টা করি। কিন্তু ও একেবারেই নির্লিপ্ত। কারুর চোখে চোখেও তাকায় না।

অনেকে বলেছে এটা জ্বীনের আছর। কিন্তু ও পানিপড়া বা এরকম কিছু স্বেচ্ছায় খায়না আর খুব অপছন্দ করে। আমরা সাইক্রিয়াটিস্টের কাছে যাবার কথাও ভেবেছি। কিন্তু ওখানেও একই সমস্যা,ও জেনেশুনে যাবে না। কেউ কি কোন সমাধান দিতে পারেন?এমন কোন সাইক্রিয়াটিস্ট কি বাংলাদেশে নাই যিনি বাসায় এসে আমার ভাইটাকে একটু সময় দেবেন?পয়সা কোন সমস্যা না।

কিন্তু নিজের আপনজনকে এভাবে কষ্ট পেতে দেখলে কত আর সহ্য হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.