হাল ধরেছি জীবনের , স্বপ্ন এখন আকাশ ছোঁবে রুখবে আমায় কে
আমার প্রতিদিনের রুটিন হল versity যাওয়া,খাওয়া,facebooking আর ঘুমানো। আজকে ভাবলাম facebooking ছেড়ে blogging শুরু করি। কেন জানি একাউন্টটা খুলতেই পারছিলামনা। শেষে দায়িত্বটা এক বড় ভাইকে দিয়ে ঘুমাতে গেলাম। খুব সুন্দর স্বপ্ন দেখছিলাম ,ভার্সিটি নিয়ে.. আমরা কি সুন্দর করে গান করছি...দুষ্টামি করছি ।
খুব অপূর্ব লাগছিল দেখতে;হঠাৎ ঘুম ভেঙে গেল চরম বিরক্তি নিয়ে। কারণ হল মশা। তাড়াতাড়ি খুজঁতে লাগলাম মশাড়ির ভিতর,কোথায় কোথায় । অবশেষে পেয়ে দিলাম থাপ্পড়। ঘড়িতে বাজে তখন ৪.৪৫।
ঘুম যেহেতু ভেঙেই গেছে অগত্তা পিসি খুলে বসলাম। যথারীতি Facebook এ login। Inbox 1 ! দেখি ভাইয়ার মেসেজ। somewherein blog এ একাউন্টconfirmation। ওহহ! ভিষণ খুশি হলাম।
একাউন্টটা খুলে লিখে ফেললাম এই ভোড়বেলায় লিখে ফেললাম এই লেখা। কাকে ধন্যবাদ দেব? ভাইয়াকে একাউন্ট খুলে দেওয়ার জন্য আর ........মশা টাকে;ব্লগ খুলব বলে আমার ঘুম ভাঙানোর জন্য। তাইতো ভার্সিটি যাওয়ার আগে একটা নতুন কাজ করতে পারলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।