আমাদের কথা খুঁজে নিন

   

অনুভব



আকাশ দেখবো চলো আকাশটা আজ অন্যরকম সুন্দর অনেক নিল, সাথে খণ্ড-খণ্ড সাদা মেঘ অনেক সুন্দর তাই না? আচ্ছা! ধরো আমি মেঘ হতে চাইলাম তুমি কি হবে? বৃষ্টি! না তোমায় বৃষ্টি হতে দেবো না যদি তুমি ঝোরে যাও! তুমি আমার দেবী, তুমি হবে মেঘের দেবী। চলো এবার পাখি দেখবো ঐ যে একটা পেয়ে গেছি শালিক পাখি, আরেকটা উড়ে এসে পাশে বসলো। আচ্ছা! আমি যা দেখি তুমি কি তা দেখো? হাসছো কেন? আমি হাসির কি বললাম? একদম হাসবে না। চুপ করে আছো ঠিক আছে কিন্তু হাসবে না। চলো এবার সূর্যাস্ত দেখবো আমার হাত টা ধরো ওদিকটায় যাই আজকের সূর্যটা অন্যরকম লাল রক্ত-মাখা লাল, অনেক সুন্দর। আচ্ছা! তুমি সব সময় এভাবে চুপ করে থাকো কেন? কিছু বললে শুধুই হাসো সত্যি সত্যি বলতো, তোমার কি হয়েছে? সে আবার হাসলো; বলল আমি অন্ধ আমি এতক্ষণ কিছুই দেখতে পাই নি তুমি কষ্ট পাবে বলে তোমায় কিছু বলতে পারিনি তোমার অনুভূতি গুলোকে নিজে অনুভব করার চেষ্টা করছিলাম। হাহ! এবার আমি হাসবো আমার অনেক হাসতে ইচ্ছে করছে জানো কেন? তুমি কষ্ট পাবে বলে আমিও যে তোমার কাছে লুকিয়েছি; আমিও অন্ধ আমিও কিছু দেখতে পাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।