আমাদের কথা খুঁজে নিন

   

অনুভব ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

দুঃসময়েরা এখন ফাল্গুনী কারুকাজে, নিত্য নতুন সেজে সেজে, অবশেষে দাড়ায় জনতার মঞ্চে, এক বিছানার কাথা বালিশ আরেক বিছানায় গড়াগড়ি খায় ! অবেলার স্বপ্ন দেখা মন, উচাটন জীবনে সারল্যের সরলরেখা, একরত্তি কৃত্যবাসও এখন আর ঘুমায়না একা ; কেবল আমিই একা থাকি রেগে মেগে অস্থির প্রকৃতির মতো কখনো কখনো পুবালী বাতাসে বৈশাখী ঝড় তুলি নিজের দেহে ! একটা শুরু শুরু ভাব_ দারুন অনুভব, বেড়ে উঠে শোক-তাও রক্তের চাপ চাপ দুঃখের ভৈববে ! লিখন এপ্রিল-১৪.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।