‡টুলটুল
ভেবেছিলেম এতো ভালো কি মানুস বাসতে পারে ? যে পারে সে তাহলে কি ? কোন ফেরেশতা নয় তো ! জানি না ফেরেশতারা ভালো বাসতে পারে কি না ! কিন্তু নিজেকে মাঝে মাঝে ফেরেশতার মত মনে হতো। ঐ যে ছোটবেলায় মায়ের কোলে বসে গল্প শুনতাম না- যত ভালো ফেরেশতারা আছেন সব নূরের তৈরি, সাদা পোশাক পরেন, চেহারার মধ্যে পবিত্রতার ছাপ, আরও কত কিছু। তাই চেহারা খারাপ হলেও ভাবতাম আমি বোধহয় ফেরেশতা। চোখ বন্ধ করে কল্পনা করতাম আমার চারদিকে নূরের ছটা, সাদা পোশাক, পবিত্র চেহারা। ভুলেও কোন আয়নার দিকে তাকাতাম না, যাতে করে আমার কালো চেহারাটা আমার সব ঘোর ভেঙ্গে দেয়। এ ঘোর ভাঙলে আমি সহ্য করতে পারবো না। কেউ আমাকে ভালো বাসুক আর না বাসুক, আমি যে ভালোবেসেছি....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।