আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেন্জ করুন, খুব সহজেই। (আমার মতো ফটোশপ ভীতুদের জন্য টিউটোরিয়াল)

A Hero will Rise Up Just In Time

অনক সময় দেখা যায় সুন্দর একটা ছবি তুললেন কিন্তু খারাপ ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা দেখতে ভালা লাগছেনা। সেইক্ষেত্রে ফটোশপ দিয়ে খুব সহজেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারেন। এবং ছবিটা আরো সুন্দর করে তুলতে পারেন। ১.প্রথমেই ২টা ছবিরই ব্রাইটনেস এবং কনট্রাস্ট সেইম করে নিন যাতে আপনার এডিট করা ছবিটা আরো জীবন্ত হয়। ২. এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটা ওপেন করুন।

এবার (Select থেকে All) তারপর (Edit থেকে Copy) করুন। এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করবেন, সেই ছবিটা ওপেন করুন। তারপর (Edit>Paste) করুন। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটা, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করবেন তার উপর চলে আসবে। হয়ত যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটা ছোট হয়ে আসবে।

সাউজ মিলিয়ে নিন। ৩) এবার লেয়ার মাস্ক এ্যাড করুন, যাতে পুরোটা হাইড হয়ে যায়। (Layer>Add Layer Mask>Hide All). আপনার লেয়ার মেনুটা এরকম দেখাবে। ৪) ব্রাশ টুলে ক্লিক করুন। শিওর হন, আপনার কালার যেন সাদা এবং কালো হয়, নীচের ছবির মতো।

৫) এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করবেন সেটার উপর আরামসে ব্রাশ ঘষুন। ছবির যে অংশটুকু রাখতে চান সেটুকু বাদ দিয়ে বাকিটুকু মুছে ফেলুন। ব্রাশ টুল সিলেক্ট করলে উপরে ব্রাশ সাইজ চেন্জ করার একটা অপশন পাবেন, সেখান থেকে প্রয়োজন মতো ব্রাশ সাইজ চেন্জ করুন। ৬। কাজ শেষ।

বি:দ্র: আমার ছবির সাথে, ব্যাকগ্রাউন্ড সিলেকশানটা ভালো হয়নি। আপনারা ভালো দেখে ছবির সাথে মিলিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। তারপর ইচ্ছামতো ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.