চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।
দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলো (চীন, জাপান, কোরিয়া) মূলত বৌদ্ধধর্ম প্রধান, তবে সিংহভাগ নাস্তিক। এখানে পৃথিবীর অন্যান্য দেশের মত খৃষ্টধর্ম প্রচার করা হয় ব্যাপকভাবে, প্রচুর অর্থ ব্যয় করা হয়। তাই, বোঝার উপায় নাই কে ধার্মিক আর কে ধর্মপ্রচারের কাজ করছেন। শহীদুল্লাহ্ হলে (ঢাবি) থাকা অবস্থায় তাবলীগ জামাতের মুখোমুখী অনেকেই হয়েছেন, এখানেও (সাউথ কোরিয়া) খৃষ্টধর্ম প্রচারকের গোচরে আসেন নাই এমন লোক পাওয়া মুশকিল।
আজ ট্রেনে আসতেছিলাম, একজন প্রচারক কোরিয়ান ভাষায় লেখা কিছু কাগজ বিলি করছেন। আমাকে দিতে উদ্যত হলে বললাম, "আমি মুসলিম, যীশু খৃষ্ট সম্পর্কে তোমার চেয়ে ভাল জানি"। বিফল মনঃরথ হয়ে যাবার সময় বলে গেল, "মুসলিম, জুদাই, আর বৌদ্ধরা দোজখে যাবে"। তিনি আরও বললেন যে, ইসলাম, বৌদ্ধ, এবং জুদাইজম এর প্রধান ধর্মপ্রচারকের নামে দোজখের নাম আছে তাই তোমরা দোজখে যাবে।
আমি হালকা বিরক্ত হলাম এই ভেবে যে, জোতিষীর মত সে নিজেই নিজের ভবিষ্যৎ জানে না, সে নিজেই জানে না সে বেহেস্তে যাবে না দোজখে যাবে, সে কি করে নিশ্চিৎ হয় যে আমরা দোজখে যাব!!!
আমি উনাকে আমার সাথে কথা বলতে অনুরোধ করলাম, তিনি রাজি হলেন কিন্তু শেষবেলায় তালগাছটা নিয়ে রওয়ানা দিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।