আমাদের কথা খুঁজে নিন

   

পূণর্জন্ম

শাকিলা তুবা

জন্মেছি, আবার জন্মেছি আমি, এই দেখো, আমার হাত, নখ সেবার শীতে কেনা উলের বলটাও। শাল পিয়ালের বনে ছায়া রেখেছিলাম ক’টা ওরাও সারিবদ্ধভাবে এসে দাঁড়াল কাকে অস্বীকার করি, এমন তিথিতে? সবাই আমার সাথে জন্মায় আত্মায়, আত্মায়। যাদের ভুলে গিয়েছিলাম গত জন্মে তারা আমার লাশের উপর বিলাপ করেছিল আমার নবোত্থানে পলাশ ফুটেছে সেখানে রাধা ছেড়ে দিয়েছে কৃষ্ণকে এই বাহুডোরে রাতের আকাশে চন্দ্র তুলিতে আমার ছবি আঁকবে এ জন্মের পিকাসো পুকুরে তরল রূপার জলে আসবে রঙ নতুন সৃষ্টি, নতুন জন্মে একাকার করে মৃত্যুর আগে আবার জন্মাব আমি, কথা দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।