আমাদের কথা খুঁজে নিন

   

পূণর্জন্ম

আমি হেসেই খুন করে ফেলি সব দুঃখ কষ্ট বঞ্চণা তোমার অবজ্ঞা, আমি ভালোবেসে ধন্য হয়েছি তোমার ঘৃণা ,আমি হৃদয়ে আপন করে নিয়েছি। ভালই হয়েছে আমার জন্যে তোমার প্রেমে মত্ত হয়ে, আমার অন্য সকল সুখানুভূতি মরে গেছে, মৃত মাছের চোখের মতন ; একমাত্র তুমিই ছিলে প্রাণভোমরা আমার জীবন, তখন থেকেই অন্য সকল ভালোরে আমি দানিয়েছি মরণ, শুধু তোমার কথা ভেবে, অন্য সবাই পাতালপুরীর অতল গহীনে গেছে দেবে। সবকিছুরে মোর অবজ্ঞা অবহেলা সে তোমারই দান, একটা সময় সবকিছু ছেড়ে শুধু চেয়েছি তোমায় দিয়ে মন প্রাণ। তোমায় চেয়েছি অক্সিজেনের মতন ; বুকফাটা তৃষ্ণায় সুপেয় শুদ্ধ সুশীতল জলের মতন; প্রচন্ড ক্ষুধায় এক মুঠো অন্নের মতন; সেই তুমি যখন আমায় সর্বশান্ত করে নিস্ব করে বিদায় নিলে, আসলে মৃত্যু নয় আমায় পূণর্জন্ম দিলে; নতুন আমির জন্ম হলো বলে এখন আমি পরাজয়কে উপভোগ করি ব্যর্থতাকে উপহাস করি দুঃখগুলোকে সুখসঙ্গমে অন্তসত্ত্বা করে দিই বিষাক্ত সব বিষের জ্বালা মধুর করে নিই আমার একাকিত্ব তোমার অনুপস্থিতি বিরহ স্মৃতি আপন করি এই এত কিছু নিয়ে প্রতি নিশীথে আমার ফুলশয্যা নিত্য বাসর গড়ি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।