আমাদের কথা খুঁজে নিন

   

পূণর্জন্ম হলে ঈশ্বর ( উৎসর্গ- প্রিয় ব্লগার স্তবদ্ধতা’কে )



পূণর্জন্ম হলে ঈশ্বর মানুষ করো না আর সৃষ্টি করো কোন বোধহীন প্রাণ। এক গাঙচিল হতে পারি যদি, আকাশেই উড়ে উড়ে নিরবধি পৃথিবীকে দেখে কেঁদে উঠবো না আর অসুস্থ দেহে বেড়ে উঠবো না পুণর্জন্ম হলে ভগবান মানুষের রূপে প্রেরণ না আর হতে পারি যদি ছোট প্রজাপতি ফুলে শুধু ফুলে দুরন্ত গতি জন্ম মৃত্যু আর ভগবান, হারিয়ে যাক এই নিয়ম মিশন হতে পারি যদি কোন ঝর্ণা, হাসিতে হাসিতে ভাসাবো কান্না পূূণর্জন্ম হলে ভগবান কোন সত্যিই কোন মহান দান-প্রতিদান যেন না থাকে জীবনের, মানুষ রূপে পৃথিবীতে নিক্ষিপ্ত না আর গাছ পাথর মাটি জলে নির্বাণ না হয় বানানো হোক তেলাপোকা গঠিত না হোক কোন হায়না, ওরা স্বজাতির রক্ত খায় না হিসেব নিকেশ সব বলিদান পূণর্জন্ম হলে ভগবান মানুষ বেশে পাঠিয়ো না আর, বানিয়ো কোন বোধহীন প্রাণ না হয় তৈরী করো কোন বিজ্ঞাপনের সাবান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।