সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
পিতা মহ চলে গেছেন অনেক আগে
মোস্তফা তোর কি এখনো মনে আছে
ক্লাশের ফাস্ট বেন্চে বসা ছেলেটির কথা
নিতান্তই ভাল মানুষের মত পথ চাওয়া
একা নিরব রাতে করা নারে পদা ঘাত
ঘাতকের চাহনি এখনো লেগে আছে চোখে
অসহ্য রকম চেয়ে থাকা তার করুন আকুতি
নি:স্ব একাকি বসে থাকি এখন নিরব রাতে
তেলা পোকারা আজ হেলে দুলে চলে যায়
স্থবির হয়ে যায় আমার সমস্ত স্বত্বা
চোদ্দ বছরের শিশুটির মত থেকে যায়
আমার অবিনশ্বর আত্মা এবং থাকা
বারুদের মত জ্বলতে ইচ্ছে করে মোস্তফা
আগুনের লেলিহান শিখায় পোড়াতে চাই
অনেক কথা ,অনেক গান ,অনেক কবিতা
তবুও পারিনা নিতান্তই সর্বস্বহিন বলে
মনে পরে মোস্তফা আমার চাওয়া গুলো
ফাউন্টেন পেনের মত ঝড়ে পড়ে রক্ত
এক নিমিষেই শেষ হয়ে যায় শেষের কবিতা
তার পরেও তোকে বলি -ভালো থাকিস আগের মত
ছবিটি পিকাসো এর
লেটোন স্টোন , লন্ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।