লাল তরঙ্গ, লাল বিপ্লবের বার্তা বয়ে আনে
মুক্তিযোদ্ধা ও রাজাকারের এই দেশে পাশাপাশি বসবাস করে আসতেছে। একই দালানের নিচ তলায় উপর তলায় কিংবা পাশাপাশি তারা মিলেমিশে বসবাস করেতেছে। এমন কি পলিটিক্যাল পার্টিতে বিখ্যাত মুক্তিযোদ্ধা ও বিখ্যাত রাজাকাররা মিলে মিশে থাকতেছে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম (তারা নিজেরা কিন্তু মুক্তিযুদ্ধ করেনি) আর রাজাকারের প্রজন্ম (তারা নিজেরা রাজাকারি করেনি) পাশাপাশি থাকতে পারেনা। এমন একটা ভাব নেয় সূর্য পুবে ওঠে পশ্চিমে ডোবে এসব নিয়াও তাদের মধ্যে দ্বিমত হয়।
তাদের কেউ যদি পাকিস্তানী ক্রিকেট দলের চামচামি করে তবে আরেক দল ভারতীয় ক্রিকেট দলের চামচামি করে দৌড়ে এগিয়ে থাকে।
আর ব্লগস্ফিয়ারে তো দেখি রাজাকারের বাচ্চাও মুক্তিযুদ্ধের ভেক ধরে নিজের জন্য বীর শ্রেষ্ঠের খেতাব নিয়া টানাটানি শুরু করে দেয়। এক অক্ত নামাজ পড়ে না এমন ধার্মিককেও দেখি ধর্মের হয়ে সারা দিন ব্লগার পোন্দে পোন্দে গিয়া ওয়াজ করতে।
কিন্তু এই দুই প্রজন্মের মধ্যে কি কখনো জাতীয় ঐক্য গড়ে সম্ভব না? এই প্রশ্নের জবাবে কেউ নিজেরে শহীদ জননী জাহানারা ইমামের সন্তান বলে ( আসলে যার বা যাদের জাহানার ইমামের বাড়ির কাজের ছেলে হওয়ারও সুযোগ নেই) লাফালাফি শুরু করে দেবে। আর রাজাকার প্রজন্ম ভাদাদের সঙ্গে কি কখনো এক হতে পারবে? তারা তো সবাই জন্মগতভাবে মীর নেসার আলী তিতু মিয়ার মেসো মশাই!
কিন্তু সত্যিকারের কথা হলো যদি োয়া দেখানো যায় এই ছাগু ও ভাদাদের একই খাটের নিচে এক লগে বসে েচতে দেখবেন।
যদি প্রয়োজন হয় পারষ্পরিক হস্তক্ষেপ করতেও কসুর করবে না। তারা যতই চেতনা কথা বলুক প্রভা, চৈতী, শখের ভিডিওর কথা বললে তারা ফিট হয়ে যায়। তাদের মধ্যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন পূর্বক জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এই জন্য যে তারা যে কোন মূল্যে প্রত্যেকটি পর্নো ভিডিও নিজ চোখ দিয়া দেখতে চান।
আফসোসের ব্যাপার হলো সামু ব্লগকে অনেকে মুক্তিযুদ্ধ ও ধর্ম প্রচারের বিরাটা তীর্থস্থান বলে ভাবেচক্করে দাবি করত এবং করে। কিন্তু প্রকৃত সত্য হলো এখন এই ব্লগ বাংলাদেশে পর্নো ভিডিও সার্কুলেশনের সবেচেয়ে বড় ওয়েবসাইটে পরিণত হয়েছে।
আসুন একটা পোস্ট থেকে জেনে নিই মুক্তিযুদ্ধ ও রাজাকার প্রজন্মের কে কে অলরেডি জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছে
এন্টি ভাইরাস মাসনুন আলম মানুষ বলেছেন: ঘোর অাবু জাফর েমাঃ_হাসান_আিরফ মোবারক মামা জন রাসেল অনিক আহসান ভাবুক পথিক ১৪ মেকগাইভার মুনতাসির_অনিক ফেলুডার চারমিনার আলবার্ট_আইনস্টাইন লুথা মিশু কুতুবি নীলনদ অপলক ব মিজভী বাপ্পা তাশফী শরীফ িবিড ফালটু মাইক্রোটেক আমিরুল রিয়াজ ৪ নিয়ম ভাঙার কারিগর ব জহিরুল ইসলাম রাসেল জামিল আহমেদ জামি মাকসুদ বদ্দ০০৭ বাংগালী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।