আমাদের কথা খুঁজে নিন

   

দুটি লিরিক : স্বপ্ন আমার এবং নিস্প্রাণ মৌনতা

শাদা পরচুল অন্ধকার

1) স্বপ্ন আমার আকাশটা নীল, সব স্বপ্নীল, আমার কাছে, সোনালি দিন, জীবন রঙিন, সবুজ ঘাসে । হৃদয় জুড়ে, ঘুরছে ফিরে, ছো্ট্ট দুটি আশা সব রঙ নিয়ে, পরশ দিয়ে, আকি শুধু ভালবাসা । আমার তোলা জ্যোস্নার ফুল, তারকার দুল রেখেছি গোপন, বুনেছি স্বপন, খোল এলোচুল রুপমা তোমারা অমর হবে, আমার লেখায় কবিতা গানের অর্ঘ্য দিয়ে ভরাবো তোমায় দিনের শেষে, মনের দেশে, জাগবে শত আশা তোমায় ছাড়া, সকল হারা, তুমি আমার ভালবাসা । ........................................................... গাছের পাতায়, ভোরের হাওয়ায়, কিসের কাপন তুমি আসবে, স্বপ্নে ভাসাবে, মনে খুশির নাচন । রক্ত গোলাপ দেবো তোমায়, কাটা ছাড়িয়ে কত বেদনা আসবে আসুক, যাব মাড়িয়ে শুধু জানি, আমি মানি তুমি যে ভালবাসা তোমার মাঝে সকাল সাঝে আমার সকল আশা ।

....................................................... ২) নিস্প্রাণ মৌণতা মুখর বিকেল, ক্লান্ত এখন; রাতের এই নির্জনে পথে রাজপথে, ভবঘুরে হয়ে; ঘুরি আমি বোকা বনে- আকাশের যত, অবাক তারাকে, একটাই প্রশ্ন করি; ভালবাসা আর প্রেম কি শুধু মিথ্যে কথার ছড়ি ? আমার পৃথিবী বিবর্ন এখন, নিস্প্রাণ মৌণতায়, বিরহ শোকের শহীদ মিনার, গড়ি একা আজ হায় । উচ্ছাস যত, ছিল বুক জুড়ে, নিভে গেল কোন আধারে; ভাললাগা যত, ছিল মন জুড়ে, উড়ে গেল কোন সুদূরে । ........................................................... .......................................................... স্বপ্ন গুলো হারিয়েছে আজ, নির্মমতার নিঠুর খেলায় মিলিয়ে গেছে প্রেমের আবেগ, সিগারেটের ধূসর ধোয়ায় । ক্ষতগুলো শুধু, থেকে যায় বুকে, জেগে ওঠে বারেবারে; টেনে নেয় আমাকে, নির্বাক প্রহরে, ধ্বংসের ওই দুয়ারে । ............................................................... ................................................................ আমি গান লিখতে চাইতাম কবিতা লেখার শুরু থেকে ।

আমার মনে হয় এই ব্লগে যে ক্ষুদ্র সংখ্যক ব্লগার আমাকে জানেন, তারা আমাকে বোঝেন । আমি খুবই নির্ভেজাল থাকি এবং কোন গ্রুপ দলবাজির মধ্যে নেই । কিছু কিছু ক্ষেত্রে হয়ত অনেকের মনে হতে পারে এ আমার এক ধরণের ব্যর্থতা, তাদের মত কিছুটা মানি, কিছুটা না । যাই হোক অর্ন্তমুখী স্বভাবের কারণে গানের কারো সঙ্গেই আমার কোন পরিচয় ঘটেনি কোনদিন। তাই খুব বেশি গান লেখা হয় নি ।

আশা করি কোন গানের মানুষ এই ব্লগে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন । আর বন্ধুরা, লিরিক কেমন লাগল জানাবেন । কবিতা হিসেবে বিবেচনা না করলেই আপনাদের মন্তব্য আমার উপকারে আসবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।