আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসের লগিন নেম পরিবর্তন করতে চান? পাসওয়ার্ড ভুলে গেছেন? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।

ধুর যাদের নিজেদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট আছে তাদের অনেকেই অনেক সময় বিপদে পড়েন দুইটি জিনিষ নিয়ে। ১. ওয়ার্ডপ্রেসের ইউজার নেম চেঞ্জ করতে চান ২. পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, এবং কোন ইমেইল দিয়ে একাউন্ট লগিন করেছিলেন তা ভুলে যান তো, যারা এই রকম সমস্যায় পড়েন, তাদের জন্যই আজকের এই পোষ্ট। এর জন্য আপনাকে সহজে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। ১. আপনার সিপ্যানেলে লগিন করুন | ছবি এখানে ২. এবার phpmyadmin খুজে বের করুন, এবং ওপেন করুন | ছবি এখানে ৩. বাম পাশের প্যানেল থেকে আপনার ডাটাবেজ সিলেক্ট করুন। ডাটাবেজের নাম মনে না করতে পারলে সিপ্যানেলের ফাইল ম্যানেজার থেকে wp-config.php ফাইল এডিট করে ঐখানে ডাটাবেস নেম পাবেন।

| ছবি এখানে ৪. এবার বাম পাশ থেকে wp_users টেবিল সিলেক্ট করুন | ছবি এখানে ৫. এইবার যেই ইউজারের নাম বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তার নামের বাম পাশের Edit বাটনে ক্লিক করুন। | ছবি এখানে ৬. এবার user_login এ আপনার নতুন নাম বসিয়ে দিন এবং user_pass এ নতুন পাসওয়ার্ড বসান। usper_pass এ নতুন পাসওয়ার্ড বসাবার ক্ষেত্রে তার বাম পাশের ঘরে MD5 সিলেক্ট করে নিতে হবে। নাহলে কাজ হবে না। | ছবি এখানে ৭. এবার Go বাটনে ক্লিক করে সেভ করুন।

| ছবি এখানে ব্যাস হয়ে গেল, এখন আপনি চাইলেই নতুন নাম দিয়ে এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। এই সাতটি স্টেপ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমার নিজস্ব ব্লগে এটির সম্পূর্ণ সচিত্র বর্ণনা দেওয়া আছে। আপনি চাইলে সেটিও দেখতে পারেন। এছাড়া আমার ব্লগে এমন আরও অনেক টিউটোরিয়াল পাবেন। আমি ব্লগটি প্রতিদিন আপডেট করার চেষ্টা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.