আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
পোষ্টটির সূত্র: কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা প্রায়ই একটা প্রশ্ন করেন যে কিভাবে তারা তাদের ওয়েবসাইটের প্রথম পাতা বা হোমপেজ থেকে ব্লগ সরাবেন এবং সেখানে একটি নির্দিষ্ট পেজকে দেখাবেন। যেমন আমার ব্লগে বর্তমানে প্রথম পাতা হিসেবে ‘আমার কথা’ একটি স্ট্যাটিক পেজকে দেখানো হচ্ছে এবং দ্বিতীয় পাতায় ‘আমার ব্লগ’ এ ব্লগ পোষ্টগুলোকে দেখানো হয়েছে।
চলুন তাহলে দেখি কিভাবে এই সমস্যার সমাধান করবেন।
১. প্রথমে হোমপেজে যে পেজটি দেখাবেন, সেটি স্বাভাবিক নিয়মে তৈরি করুন।
ধরুন, আমি নাম দিলাম My Home।
২. এবার আরেকটি পেজ তৈরি করতে হবে যাতে কোনো কনটেন্ট বা লেখা থাকবে না। শুধু শিরোনাম দিয়ে পেজটি তৈরি করুন এবং সেভ করুন। আমি নাম দিলাম My Blog।
৩. এবার Settings > Reading এ যেতে হবে এবং Front Page Displays অপশনে A Static Page (Select Below) অপশনটি সিলেক্ট করুন এবং Front Page এর ঘরে My Home পেজ এবং Posts Page এর ঘরে My Blog পেজটি সিলেক্ট করে Save Changes বাটনটি চেপে দিন।
ব্যাস এখন থেকে My Home নামের পেজটি আপনার হোমপেজ হিসেবে দেখা যাবে।
তবে…
নেভিগেশন বারে পেজগুলো ধারাবাহিকভাবে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে পেজগুলোর Edit অপশনে গিয়ে ডানদিকের কলামে Order অপশনটি খুঁজে বের করুন এবং শূন্য থেকে নম্বর দেয়া শুরু করুন। শূন্য নম্বরের পেজটি আগে দেখাবে।
এবং…
থীমের ডিজাইনের কারনে Home এবং My Home দুটো লিংক দেখতে পাওয়া যেতে পারে।
সেক্ষেত্রে Appearance > Editor এ গিয়ে header.php ফাইলের Home এর লিংকটি মুছে দিতে হবে। যদি আপনার HTML এবং PHP এর উপর অভিজ্ঞতা না থাকে, তাহলে নিজে সোর্সকোড পরিবর্তণ করার কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞ কারোও সাহায্য নিন।
ভাল থাকুন।
------------------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না?
তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন।
এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
সর্বশেষ হিসেবমতে, ২৪৩ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।
------------------------------------------------------------------
জিন্নাত উল হাসান
আমার ব্যক্তিগত ব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।