আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসের আর ১০ বছর পূর্তি। শুভ জন্মদিন ওয়ার্ডপ্রেস

[IMG http://i.imgur.com/o7WlaiQ.jpg] ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। ফ্রি ও ওপেন সোর্স ব্লগ ইঞ্জিন ও সি এম এস হিসাবে ওয়ার্ডপ্রেস অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ১০ বছর আগে এই দিনে মে ২৭, ২০০৩ Matt Mullenweg ও Mike Little এর হাত ধরে b2/cafelog এর পরবর্তী ধাপে এই ওয়ার্ডপেস জনসম্মুখে আসে। আজ তার ১০ বছর পূর্তি। ১০ বছর পূর্তি ও জন্মদিনে ওয়ার্ডপ্রেস সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা।

১০ বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল এখন সে যাত্রায় বিশ্বের কোটি কোটি মানুষ সহযাত্রী হয়েছে। ৬ কোটিরও অধিক ওয়েবসাইট বর্তমানে চলছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস এখন বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় সি এম এস। বিশ্বের মোট ওয়েবসাইটের প্রায় ১৫% চলে ওয়ার্ডপ্রেস ইঞ্জিনে। নতুন ওয়েবসাইটগুলোর প্রায় ২২% তৈরি হচ্ছে এই ওয়ার্ডপ্রেসেই।

সর্বশেষ ভার্সন ৩.৫ এ পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ বারের বেশী ডাউনলোড হয়েছে। বিশ্বের শীর্ষ ওয়েবসাইটগুলোর ১০ লক্ষ ওয়ার্ডপ্রসের উপরেই তৈরি হয়েছে। ই বে থেকে নিউইয়র্ক টাইমস অনেক বিখ্যাত সাইটের নেপথ্যে রয়েছে এই ওয়ার্ডপ্রেস। (সূত্র) বাংলাদেশে বর্তমানের কমিউনিটি ও ব্যক্তিগত ব্লগ বিপ্লবের জন্য এই ওয়ার্ডপ্রেসের অবদান অনেক। অনেক নামকারা ব্লগ চলছে ওয়ার্ডপ্রেসে।

এর সহজ ইন্টারফেস ও ব্যবহারবিধি সবাইকে আকর্ষন করে। হাজার হাজার থিম ও প্লাগিন্স ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীকে দেয় অফুরন্ত স্বাধীনতা। ফ্রি ও ওপেনসোর্স এবং জি পি এল লাইসেন্সে রিলিজ হওয়াতে ব্যাবহারকারীর রয়েছে যে কোন ভাবে কোড পরিবর্তন করার অধিকার, এমনকি বিক্রি করার অধিকারও রয়েছে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই সি এম এস টির উপরে নির্ভরশীল। ওয়ার্ডপ্রেসের ফ্রি ও বিক্রিত থিম, প্লাগিন্স ডেভেলপ ও সার্ভিসের মাধ্যমে তাদের জীবন জীবিকা চলছে।

আপনার জীবন জীবিকার জন্য আপনি ওয়ার্ডপ্রেস কে নিশ্চিন্তে বেছে নিতে পারেন। থিম, প্লাগিন্স ডেভেলপমেন্ট সহ অনেক কাজ করার ক্ষেত্র রয়েছে ওয়ার্ডপ্রেসে। বাংলাদেশেও রয়েছে হাজার হাজার ফ্রিল্যান্সার যারা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই তাদের জীবন জীবিকা চালাচ্ছে। বাংলাদেশী ডেভেলপার হাসিন হায়দার ওয়ার্ডপ্রেসের উপর উল্লেখযোগ্য একটি বই লিখেছেন যা আন্তর্জাতিক অংগনে বেশ সমাদৃত। বাংলাদেশী ডেভেলপারদের থিম সর্বাপেক্ষা জনপ্রিয় তালিকার ৫ম অবস্থানেও ছিল দীর্ঘদিন।

দেশের নতুন প্রজন্মের ডেভেলপারদের একটি বড় অংশই ওয়ার্ডপ্রস কেন্দ্রিক দক্ষতা অর্জন করছে। অন্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে ওয়ার্ডপ্রসের ১০ বছর পূর্তির উৎসব। ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও মহাখালীর ক্যাপ্টেনস ওয়ার্ল্ডে প্রধান ২ টি মিট আপ হওয়ার কথা। সর্বস্তরের ওয়ার্ডপ্রেস প্রেমীরা সেখানে অংশগ্রহন করছে। ওয়ার্ডপ্রেস আরো এগিয়ে যাক।

সকল প্রযুক্তি মানবতার কল্যানে কাজে লাগুক। ওয়ার্ডপ্রেসের জন্য শুভকামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.