ক্যাচাল খুব ভালো লাগে
থ্রিডি ভিউতে এভেটার দেখে নাকি অনেক মানুষ এমন ইমোশোনাল হয়ে গিয়েছিলো যে তারা সুইসাইড করেছে। আমাদের দেশেও আস্তে আস্তে থ্রিডি সিনামার প্রচলন শুরু হয়েছে। ইউটিউবে সার্চ করলে আপনি নয় হাজারেরও বেশি থ্রিডি ক্লিপ খুজে পাবেন। প্রতিদিনই থ্রিডি জগতে এড হচ্ছে নতুন নতুন থ্রিল।
মুগ্ধ হয়েএ্যাভাটার দেখছেন দর্শকরা
http://www.indymogul.com
http://www.householdhacker.com
এই দুইটা সাইটে আপনি থ্রিডি মুভি সুটিংএর ব্যাসিক লিসেন জানতে পারবেন।
কিন্তু কি আছে এইসব থ্রিডি মুভিতে? যানতে আপনার বিশেষ এক ধরনের চশমা লাগবে এবং এই চশমা আপনি নিজেই বাসাতে বসেই বানাতে পারবেন। এজন্য আপনাকে ২০০টাকার বেশী খরচ করতে হবে বলে মনে হয় না। (এই ব্লগটা তাদের জন্য, যারা বিষয়টা জানেন না। যারা যানেন, তাদেরকে এই ব্লগে আর সময় নস্ট না করার জন্য বিনীত অনুরোধ করছি।
কি কি লাগবে এই থ্রিডি গ্লাস বানাতে?
১) পুরাতন সান গ্লাস
২) কেচি
৩) দুইটা পার্মানেন্ট মার্কার (লাল এবং লাইট ব্লু রং)
৪) ট্রান্সপারেন্ট প্লেট (ট্রান্সপারেন্ট ফাইল কাভার দিয়ে আপনি কাজটা চালিয়ে নিতে পারেন
কি ভাবে বানাবেন এই থ্রিডি গ্লাস?
বিষয়টা খুবই সহজ।
নিচের স্টেপ গুলো ধাপে ধাপে ফলো করুন
১) প্রথমে পুরাতন সানগ্লাসের কাচ গুলো খুলে ফেলুন
২) এবার ট্রান্সপারেন প্লেটের উপরে গ্লাস দুটি বসিয়ে আউটলাইন একেনিন
৩) এবার কাঁচি দিয়ে আউটলান বরাবর কাটুন
৪) পার্মানেন্ট মারকার্র দিয়ে বা দিকের চোখ লাল রং করুন আর ডান দিকেরটা নীল রং করুন
ব্যাস......তৈরী হয়ে গেলো আপনার থ্রিডি গ্লাস
এবার এটা চোখে লাগিয়ে থ্রিডি মুভি দেখা শুরু করে দিন.....
কেমন লাগলো যানাতে কমেন্ট করুন.....
হ্যাপী ব্লগিং....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।