আমাদের কথা খুঁজে নিন

   

বাসায় Wi-Fi সেট করতে চাই

www.sagor.co.nr ঠিকানায় ক্লিক করে জেনে নিন আমার তথ্য।

আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন (ডায়াল আপ ব্রডব্যান্ড নয়) যার ম্যাক এড্রেস, আইপি, সাবনেট, ডিফল্ট গেটওয়ে সহ প্রাইমারি এবং সেকেন্ডারি ডিএনএস নম্বর রয়েছে। এটা আমার ডেস্কটপে কানেক্ট করা। বাসায় আরও একটা ডেস্কটপ এবং দুইটি ল্যাপটপ রয়েছে। এখন বাসায় Wi-Fi সেট করতে হলে কিভাবে করতে হবে এবং কি কি যন্ত্রাংশ লাগবে যাতে সব পিসি একসাথে অন করেও নেট ব্রাউজ করা যাবে। আর Wi-Fi-এর সাহায্যে পিসি টু পিসি ল্যান গেমিং, ফাইল, প্রিন্টার শেয়ারিং এবং রিমোট ডেস্কটপ করা কি সম্ভব? উল্লেখ্য, এগুলো আমি ক্যাট-৫ ক্যাবল আর হাব দিয়ে করতে করতে বাসা পুরো তারের জট হয়ে গেছে। তাছাড়া, এর সাহায্যে নেট শেয়ারিং টাও ঝামেলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।