আমাদের কথা খুঁজে নিন

   

যানজট: মন্ত্রিসভার বৈঠক পিএমওতে

প্রধানমন্ত্রীর সোমবারের কার্যসূচিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের স্থান লেখা হয়েছে- প্রধানমন্ত্রীর কার্যালয়।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো সচিবালয়েই অনুষ্ঠিত হয়। তবে মাঝে-মধ্যে সরকার প্রধানের তেজগাওয়ের কার্যালয়েও এই বৈঠক হতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানজটের কথা চিন্তা করে শেখ হাসিনা সোমবারের বৈঠকটি প্রধানমন্ত্রী কার্যালয়ে করতে বলেছেন।
ওই কর্মকর্তা বলেন, “গত ক্যাবিনেট মিটিং শেষে গণভবনে ফেরার সময় রাস্তার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা যানবাহন দেখে প্রধানমন্ত্রী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন।”
 
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর সচিবালয়ে যাওয়ার কারণে রোজার দিনের স্বাভাবিক যানজট আরো বেড়ে যায়।
সেদিন আবার প্রধানমন্ত্রীর বঙ্গভবনে ইফতার করতে যাওয়ার কারণে সন্ধ্যার সময় ঘরফিরতি মানুষের পথে বিলম্ব হয়।
মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের বাইরে সংসদ ভবনেও হতে দেখা গেছে। সংসদের গত অধিবেশন চলাকালে মন্ত্রিসভার তিনটি বৈঠক সংসদ ভবনে হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.