আমাদের কথা খুঁজে নিন

   

windows genuine validity test এ ফেল মারছেন? আসেন পাশ করায়া দেই। (টেকি মুর্খ কতৃক বিয়াফক টেকি পুষ্ট)

তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে

টেকি ভাইরা প্রবেশ না করলে ভাল হয় এটা শুধু আমার মত টেকি বিষয়ে অশিক্ষিতদের জন্য। / / নিচে আসুন / / / / / / / আমরা উইন্ডোজ সেটাপ দেয়ার জন্য যে সফটওয়্যার টি ব্যাবহার করি সেটা ১১০% ক্ষেত্রেই পাইরেটেড। মানে চুরি করা। আর এই চুরি করা কপি ধরার জন্য উইন্ডোজও একটা পুলিশ নিয়োগ করে রাখছে। সেটা হল wga (windows genuine advantage notification)।

এটা যে কত বিরক্তিকর সেটা যারা ভুক্তভোগী তারা জানেন। কিছু প্যচ পুচ ও আছে উইন্ডোজ জেনুইন করার কিন্তু আপনার কম্পিউটারের অটো আপডেট যদি অন থাকে তবে এইসব প্যাচপুচ ও একসময় ধরা খায় । এছাড়া ও এসব প্যাচ বা ক্রাক দিয়েও অনেকসময় রক্ষা পাওয়া যায়না। আমিই পর পর তিনবার উইন্ডোজ রি সেটাপ দিয়েছি এটাকে দুর করার জন্য। কিন্তু সেটাপ না দিয়েও এটাকে দুর করা যায়।

কিভাবে? নিচের ধাপ গুলো অনুসরন করুন click start> Run> type System32> ok click Tools> folder option> view> "Hide extension for known file type" এর পাশের টিক চিহ্ন টি তুলে দিন (যদি থাকে) WgaLogon.dll file টি খুজে বের করুন এবং এই ফাইলটির নাম পরিবর্তন করে WgaLogon.dll.bak দিন। এখন ফাকা যায়গায় ডান ক্লিক করে new>text document সিলেক্ট করুন ফাইলটির নাম দিন WgaLogon.dll একটি মেসেজ আসবে সেটা কে ইয়েস করুন। এবার আপনার টাস্কবারে (আপনার স্ক্রিনের নিচের নীল বার, যেখানে আপনার ওপেন করা ফোল্ডারের নাম থাকে) ডান ক্লিক করে task manager ওপেন করুন এবার process ট্যাবে ক্লিক করুন এবং wgatray.exe file খুজে বের করুন। ফাইলটিকে জাস্ট সিলেক্ট করুন এবং এই অবস্থায় রেখে দিন। পুনরায় system 32 ফোলারে যান এবং wgatray.exe file টি খুজে বের করুন এবার এটাকে ডিলিট করে দিন এবং সাথে সাথেই task manager এ ফেরত গিয়ে end process button এ ক্লিক করে দিন খেয়াল রাখবেন যেন wgatray.exe file টি সিলেক্টেড অবস্থায় থাকে।

আপনার কাজ শেষ। কি খুব টায়ার্ড? এবার কম্পিউটার টাকে রিস্টার্ট দিয়ে একটু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসুন। ও আর একটা কথা কম্পিউটার ওপেন হওয়ার পর অটো আপডেট অপশন টি বন্ধ করে দিতে ভুলবেন না। ভাল থাকুন। আমার আরএকখান বিশাল টেকি পুষ্ট


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.