প্রেমিক প্রেমিকা বা হানিমুনারদের জন্য কিংবা সৌখীন ট্যুরিষ্টদের জন্য পৃথিবীর সেরা কয়েকটা রোমান্টিক জায়গার কথা শুনুন:
১। প্যারিস:
আলোর শহর প্রেমের শহর, ভালবাসার শহর। হেঁটে বেড়ান শহরের ভেতর দিয়ে সীন নদীর পার ধরে, কিংবা কাফেতে .. চমৎকার কফি। অপুর্ব লাগে!
২। জামাইকা:
অপুর্ব সুন্দর পরিষ্কার বীচ টলটলে পানি ছিটানো ঝিনুক বা নিশ্চিন্ত সাঁতার।
ক্যারিবিয়ান পানিতে দুজনে মিলে সাঁতরান, একা সাঁতরান .. দুনিয়াটাই স্বর্গ মনে হবে!
৩। স্যান ব্লাস, পানামা।
জায়গাটা পানামার উত্তরান্চলে। এখানে নেই আধুনিকতা কিন্তু আছে প্রকৃতির অপার দান --ভালবাসা, অসাধারণ একটা জায়গা! সময় কোথা দিয়ে যাবে টের পাবেন না।
৪।
মাউয়ি, হাওয়াই :
স্বর্গের আমেরিকান অংশ! প্লেন থেকে নামলেই টের পাবেন পরিবর্তন। ঠান্ডা! খাঁটি প্রকৃতির নরম ছোঁয়া, শরীর আপনার পুরোপুরি রিল্যাক্সড হয়ে পড়বে, মনে হবে আপনি স্বর্গে আছেন!
৫। বুয়েনস আইরিস, আর্জেন্টিনা:
স্প্যানিশ ভাষাটা জানলে অনেক সুবিধা হবে। এখানে ট্যাংগো নাচ দেখবেন, পৃথিবীর অন্যতম জনপ্রিয় নাচ, মানুষগুলো খুব ভাল। হোটেলগুলো একটু ব্যায়বহুল মনে হতে পারে, কিন্তু মানুষগুলো? আপনি ভাবতে পারবেন না এরা এত্তো ভাল! আপনি হতাশ হবেননা।
ভাল লাগবে।
৬। নাপা ভ্যালি, ক্যালিফোর্নিয়া:
মাইলের পর মাইল আঙুর বাগান, মদ বানাতে লাগে আঙুর, আপনার কি? দুনিয়ার অন্যতম বৃহত্তম আঙুরের বাগান এখানে। নেই কোলাহল, নেই সভ্যতার নির্মম শব্দ । ঘুরে বেড়ান, নিশ্চিন্তে।
ভুলে যান দুনিয়া।
৭। কিয়োটো, জাপান:
হাজার বছর জাপানের রাজধানী ছিল। প্রচুর নদী খাল, চমৎকার পানি শহরের ভেতর দিয়ে গেছে --- টলটলে পানি কুল কুল করে, আপনার ভাল লাগবে।
৮।
আউটার ব্যাংক, নর্থ ক্যারোলিনা:
আটলান্টিকের পারে, দেখুন লাইট হাউস বা ডোবা জাহাজ আর প্রকৃতি। ভাল লাগতেই হবে।
৯। বোরা বোরা আইল্যান্ড:
প্রশান্ত মহাসাগরের দক্ষিনান্চলে প্রবাল বেস্টিত এই দ্বীপটিকে কোন সাহিত্যিক এই গ্রহের সবচাইতে সুন্দর দ্বীপ বলেন। আসলেই অপুর্ব! অতি চমৎকার!
১০।
ভিয়েৎনাম:
হ্যানয় বা হোচি মীন সিটি ছাড়িয়ে চলে যান 'হই আন' নামক ৫০০ বছরের পুরোনো একটা শহরে কিংবা চায়না বীচে। অথবা দুনিয়ার এক আশ্চর্য জায়গা হালং বে । হাজার তিনেক দ্বীপ দেখুন --- চুনাপাথরের দ্বীপ, মাছ ধরা.. নির্জনতা... ভাল লাগবে।
১১। ভেনিস, ইটালি:
আহা কি অপুর্ব শহর! খালে ভরা, আর খালগুলোতে গন্ডোলায় ঘুরতে যে কি আনন্দ! দেখবেন পাশের বাড়ীগুরোর বারান্দায় ফুলের ডালাগুলো ঝুলছে, আপনাকে প্রায় ছুঁয়ে যায়!
সুর্য ডোবার সময় গন্ডোলায় বসে একটা ব্রীজের নীচে প্রিয়জনের হাত ধরে থাকুন, কিংবা একাই বসুন, মনে হবে হেভেন ইজ হিয়ার।
১২। ভ্যাংকুভার আইল্যান্ড, কানাডা:
কানাডার পশ্চিম তীরে। আছে চমৎকার বন্দর নগরী ভিক্টোরিয়া। আছে সুন্দর বীচ.... রেইন ফরেষ্ট। একটু আধুনিকতা আবার নির্জনতা পছন্দ করলে চলে যান।
অসাধারণ.. অপুর্ব!
১৩। বারমুডা:
গোলাপী বালুর বীচ, স্বল্প গভীরতার ডাইভিং স্পট, আর নির্জনতা আবার ছোট ছোট ঢেউএর আছড়ে পড়ার শব্দ---ঘুরে আসতে পারেন, খুব ভাল লাগবে।
জার্মানীতে প্রতি বছর একটা উৎসব হয় নাম 'বিয়ার ফেস্টিভাল', সেই উৎসবের সময় জার্মানদের হাসি দেখুন, এই হাসির দাম কোটি টাকা! জীবনটাকে উপভোগ করতে ওরা জানে! আপনিও করুন আর ছবি দেখুন নীচে:
সুত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।