মার্চ ৭, ১৮৭৬ টেলিফোনের প্যাটেন্ট ১৮৭৬ সালের এই দিনে স্কটিশ আবিষ্কারক আলেকজান্দার গ্রাহাম বেল তার উদ্ভাবনের প্যাটেন্ট লাভ করেন, উদ্ভাবনের নাম টেলিফোন! সেই সময়ে সামুয়েল মোর্সের টেলিগ্রাফ যোগাযোগের ক্ষেত্রে দারুন অবদান রাখলেও, বেল চেয়েছিলেন এমন একটা জিনিস বানাতে যা আরো অনেক কাযকরী হবে। এই কাজে তিনি থমাস ওয়াটসনের সাহায্যে প্রথম প্রোটোটাইপটি তৈরি করেন। মার্চের ১০ প্রথম যে কথাটি টেলিফোনে বলা হয় তা হচ্ছে “মিঃ ওয়াটসন, এখানে এসো। তোমার সাথে দেখা করতে চাচ্ছি।” Images: Alexander Graham Bell in 1904 (Library of Congress). Alexander Graham Bell’s notebook entry from March 10, 1876 describing his successful experiment with the telephone (Library of Congress). Alexander Graham Bell’s Telephone Patent Drawing, March 7,1876 (National Archives).
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।