আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটা শুয়োর চারপাশে ঘুরে বেড়ায় সব সময়।

My work my life. কয়েকটা শুয়োর চারপাশে ঘুরে বেড়ায় সব সময়। আমিও ওদের পাশে পাশে ঘুরি। কিন্তু আমিতো ওদের মতো নিচু হতে পারি না। আমাকে টার্গেট করে। আমি টার্গেট হই।

আমার কোন অসুবিধা নেই। আমি কোন ভয় পাইনা। মেরে ফেলবি তো! কোন অসুবিধা নেই। আমার জন্ম মৃতু্র দিনক্ষণ সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছে। সেই আমার জন্ম ও মৃতু্ নিশ্চিত করে রেখেছে।

কোন শালা আমার নামে কি কুৎসা রটাল। কোন শালা আমার জন্য কার কাছে ধর্না দিল এতে আমার কিছুই এসে যায় না। আমি তো আমিই। ওসব বাজে গালি আর গুজবে আমার কোনই অসুবিধা নেই। আমি সুন্দরের চিন্তা করি।

করে যাব মৃতু্র আগ মুহুর্ত পর্যন্ত। এ নিয়ে আমার কোন ভয় নেই। আমার সৃষ্টিকর্তা যখন আমার জন্ম দিয়েছে একেবারেই ঠিক করে দিয়েছে। আমি ঠিক কতটুকু সময় এই পৃথিবীতে বাঁচব। তাই ওদের নিয়ে আমার কোন মাথাব্যথাই নাই।

তবে, আমি ওদের ভাল চাই । ওরা ভাল হোক। ওরা আমার মতো আলোর পথে আসুক তা আমি চাই। আমি জানি, ওরা আজ আমার পথে না এলেও একদিন বাধ্য হবে। কারণ মানুষের পিছনে লেগে থেকে নিজের জীবনের উন্নতি হয়না।

শুধু নিজের মূল্যবান সময় নষ্ট হয়। প্রণতি প্রণয় ০৭.০৩.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।