এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
একটি দুষ্টু ছেলে আর একটি মিষ্টি মেয়ে
ওরা ধরা পড়েছিল হায় পেয়ারা চুরি করে- হ্যাপি আখন্দ
বন্ধু একবার পেছন ফিরা চাও
ভালোবাইসা কেন আমারে কান্দাও- মমতাজ, বেবী নাজনীন, সুবীর নন্দী, এঁদের কণ্ঠে বোধহয়
মন কী যে চায় বলো
যারে দেখি লাগে ভালো
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনজানা মুখগুলো সব অচিন হয়ে যায়
কখনো জানতে চেয়ো না
কী আমার সুখ কী আমার বেদনা- মাহবুবুর রহমান
তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে
তুমি ঘুমের ঘোরে স্বপনমাঝে মনের কথা বলবে
পরজমনে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায় - মহম্মদ হাননানের কণ্ঠে হলে ভালো হয়
তোমারি আঁখিরও মতো আকাশের দুটি তারা- মহম্মদ হাননানের কণ্ঠ হলে ভালো হয়
মনুমিয়ার দেশে রে বিয়ার বাদ্য এলা বাজে রে- সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অরিজিনাল
হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ- সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অরিজিনাল
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না- সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অরিজিনাল
এই গান গুলোর কোনো প্রাপ্তিস্থান বা লিংক কেউ জানালে কৃতজ্ঞ থাকবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।