নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।
ফ্রেন্ডশীপ মিনস….
“বিশ্ব ভালোবন্ধু সপ্তাহ” উপলক্ষ্যে ব্লগবন্ধুদের জন্যে ----
--- “ যদি কোনোদিন এমনটা হয় যে, তুমি আমার দরজায় অশ্রুভেজা চোখ নিয়ে এসে দাঁড়িয়েছ; আমি তোমার জন্যে দরজা খুলে দেবো । ।
---- তোমার যাপিত জীবনের কোনও এক স্খলনের মুহুর্তে যদি তুমি আমাকে ডাকো, আমি আসবো ।
।
---- তোমার জীবনের শেষদিনটি যদি সামনে এসে দাঁড়ায় আমি চাইবো সেদিনটির অংশীদার হ’তে, সেদিনটিতে তোমার হাত ধরে থাকতে । ।
---- যদি মাথা রেখে কাঁদতে গিয়ে একটি কাঁধের খোঁজে থাকো তুমি, তুমি দেখবে সে কাঁধটি আমার । ।
এগুলো হ’লো এক একটি পরীক্ষা, একজন সত্যিকার বন্ধু চিনে নেয়ার । । আর অবসরে কথা বলার জন্যে যদি আপনি তাদের কাছে শুধু একটি “সামওয়ান” মাত্র হন, জানবেন আপনার জমার খাতায় কি জমেছে ! আপনি কি জানেন, আপনার দু’টি চোখের মধ্যে সম্পর্কটি কোথায় ?
তারা দু’টিতে একই সাথে পলক ফেলে,
একই সাথে ঘুরে ঘুরে পৃথিবী দেখে,
একই সাথে কাঁদে,
একসাথে ঘুমুতে যাতে যায় ।
কিন্তু ….. কিন্তু তারা কখোনোই একজন অন্যজনকে দেখতে পায়না ।
বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো…
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।