এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
ফ্রেন্ডশীপ ডে উদযাপন কি দিয়া শুরু করুম বুঝবার পারতাছি না।
আমার অনেক ফ্রেন্ড। মাগার....... (কি কইবার চাই)
ঠিকাছে। শুরু করলাম। ফ্রেন্ডশীপ ডে'তে স্কুলে অনেক মজা হইলো। স্কুলের ক্লাসে গেলাম লগে লগে কুনহান থিকা শাহেদ আইয়া আমার ডাইন গালে একটা থাপ্পড় মারলো।
আমি অবাক হইয়া তাকাইলাম। পোলায় ৩২টা দাত (কম থাকতে পারে। গুনিনাই। ) বাইর কইরা কইলো, হ্যাপি ফ্রেন্ডশীপ ডে। আমার বিস্ময় তখনো কাটেনাই।
পোলায় ফ্রেন্ডশীপ ডে'তে আমারে একটা থাপ্পড় উপহার দিয়া চইলা গেল। না না, একটা থাপ্পড় না। পরে অনেক অনুরোধ কইরা আরেকটা খাইছিলাম। এক থাপ্পড়ে নাকি আবার ইয়ে হয়না। ই'র জায়গায় বি বসাইয়া দেন।
তাও ভাল। ওই পোলার লগে দেখা হওয়ার পর থিকা সাবধান হইয়া গেলাম। কপাল ভাল। স্কুলে আসার সময় মায়ের লগে আইছি। ওর লগে দেখা হয়নাই।
ও আবার বড় বান্দর। সরি, বান্দরানী। ও বান্দর হইলে আমি কি? ওর মাথায় আবার বান্দরী ফর্মুলায় ভরা। এই ফর্মুলাডারে শিওর এপ্লাই করতো। রাস্তায় মাইয়াগো হাতে থাপ্পড় খাইলে ঘর থিকা বাইর হইবার পারতাম না।
কেয়ারফুল হইয়া ক্লাস করতে লাগলাম।
প্রথম ক্লাসে আইলো শুভাশিষ স্যার। আমাদের অংক করায়। স্যার খুবই ভাল। আজকে ভাল আচরণ করলো।
স্যার আমাদের সাথে খুব-ই ফ্রেন্ডলী। কমার্সের আহমাদুল আইসা স্যারের লগে অনেকক্ষণ কথা কইলো। ফাইজলামী করলো। স্যারের লাইগা ফ্রেন্ডশীপ ডে উপলক্ষে উপহার আনছে।
ও, কইতেই ভুইলা গেছি।
স্কুলে যাওয়ার পর দেখি ব্লাকবোর্ডে বড় বড় কইরা ইংরেজীতে লেখা হ্যাপি ফ্রেন্ডশীপ ডে। মাইয়ারা লেইখা থুইয়া গেছে। আমি মনে মনে কইলাম, "তাও ভাল। "
টিফিন টাইমে এক জুনিয়রের লগে দেখা হইলো। দূর থিকাই চিল্লাইয়া কইলাম।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে। লগে লগে দুইটা মাইয়া আমার দিকে তাকাইলো। যা বুঝার বুইঝা গেলাম। তাড়াতাড়ি উল্টাদিকে তাকাইয়া পল্টি মারলাম।
এইরকম কইরা ফ্রেন্ডশীপ ডে কাটাইলাম।
আরো অনেক কিছু হইছে। পরে সব কমু। অহন স্কুলে যাওন লাগবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।