কিছু লোক সাকিবের এমন সমালোচনা শুরু করে দিয়েছে যেন সাকিব ইচ্ছে করেই হেরে যাচ্ছে তাড়াতাড়ি আই পি এল এ খেলার জন্য। তাদের যুক্তি সাকিবের এই মনোভাবের জন্যই টিম হেরে যাচ্ছে। সাকিব কে বাদ দিলাম আরো ১০ জন প্লেয়ার আছে তারা তো কিছু করতে পারছেনা। এক ম্যাচে একজন ফিফটি করলো তো পরের তিন ম্যাচ ২/৪ রান করে আঊট। অর্থাৎ ধারাবাহিকতার অভাব।
ধারাবাহিকতার অভাব মানে প্লেয়ার দের সামর্থের অভাব। আমাদের খেলোয়ারদের মধ্যে সাকিব তামিম মাশরাফি এবং রাজ্জাকদের অষ্ট্রেলিয়ার মত দলের রাজ্য দলে খেলাটাও কঠিন। আমাদের পেসার যেমন রুবেল এবং শফিউলের চেয়ে ভালো কোয়ালিটির পেসার অষ্ট্রেলিয়ায় অন্তত ৫০ জন আছে।
এই দল নিয়ে আজ যদি বাংলাদেশ ৩৩০করতে পারে তবেই বলা যাবে ভালো খেলেছে। এমন ব্যাটং স্বর্গে যদি ২৭০ করে অনেকেই বলবেন বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়েছে ইস প্রথম খেলায় যদি এমন ব্যাটিং করতে পারত।
এরকম অনেক ফিসফাসানি আমরা আজ শুনব। তবে দিন শেষে ২৬০ করতে পারলেই পাবলিক ঢেকুর তুলে খুশিতে গদগদ করবে। কারণ এদের কাছে ক্রিকেট মানে ব্যাটিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।