জনতার সংগ্রাম চলবেই “ভাইয়েরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা,রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়…………….মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…জয় বাংলা!”
ভাষনটির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বাঙ্গালীর মুক্তির কথা বলেছেন।
অনেকেই বাকশাল নিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, তাদের বলছি, দেখুন বঙ্গবন্ধ্রুও রক্ত মাংসের মানুষ ছিলেন। ভুল তাঁরও হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, এই মহান মানুষটি আর যাই হোক, কখনো বাঙ্গালীর অমঙ্গল চাইতে পারেন না। রাজনৈতিক সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে তা না।
বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন।
কখনো নিজের নিরাপত্তার কথা ভাবেননি। তাকে যদি নিরাপত্তার কথা বলা হতো, তিনি বলতেন,“এই জাতি আমার সন্তান, আমার কোন সন্তান আমার গায়ে গুলি করতে পারে না”। .একটা মানুষ কতটা সরল হলে, কতটা বিশ্বাস করলে এই কথাটা বলতে পারেন? তিনি জানতেন না কিভাবে রাজনীতিতে কুট কৌশল প্রয়োগ করতে হয়। এটিই ছিল তার সব থেকে বড় ভুল। সুতরাং তাকে নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি তাঁর কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে। শ্রদ্ধাভরে স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
(দয়া করে আমাকে আওয়ামীলীগ সমর্থক ভাববেন না) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।