অল্পের জন্য বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না ইমরুল কায়েসের। ৪১ বল খেলে পাঁচ রান করেছেন জাতীয় দলের এই ওপেনার। একদিনের ক্রিকেটে বেশি বল খেলে পাঁচ রান তোলার রেকর্ডের দিক থেকে দ্বিতীয় স্থানে তিনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে কম রান তোলার বিশ্ব রেকর্ডটি বার্মুডার ওয়ামে টাকার দখলে। ৪৩ বল খেলে পাঁচ রান করেছিলেন তিনি।
ইমরুল বিশ্বরেকর্ড স্পর্শ করতে না পারলেও দেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি শীর্ষে। একদিনের ক্রিকেটে পাঁচ রান করতে এর আগে কোন বাংলাদেশি ক্রিকেটারকে ৪১ বল খেলতে হয়নি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বল খেলে পাঁচ রান করেন ইমরুল। আট বছর আগে ২০০৩ সালের ১১ এপ্রিল ভারতের বিপক্ষে ৩০ বল খেলে পাঁচ রান করেছিলেন অলক কাপালি।
ইমরুল কায়েস: ৫ রান ৪১ বলে (অস্ট্রেলিয়া: ঢাকা ১১ এপ্রিল ২০১১)।
অলক কাপালি: ৫ রান ৩০ বলে (ভারত: ঢাকা ১১ এপ্রিল ২০০৩)।
অলক কাপালি: ৫ রান ২৮ বলে (ওয়েস্ট ইন্ডিজ: কিংসটাউন ১৫ মে ২০০৪)।
মাশরাফি বিন মুর্তজা: ৫ রান ২৫ বলে (দক্ষিণ আফ্রিকা: ঢাকা ১৪ মার্চ ২০০৮)।
সানোয়ার হোসেন: ৫ রান ২৩ বলে (জিম্বাবুয়ে: চট্টগ্রাম ২৩ নভেম্বর ২০০১)।
মোহাম্মদ আশরাফুল: ৫ রান ২৩ বলে (অস্ট্রেলিয়া: চট্টগ্রাম ২৩ এপ্রিল ২০০৬)।
শাহরিয়ার নাফিস: ৫ রান ২২ বলে (শ্রীলঙ্কা: মোহলি ৭ অক্টোবর ২০০৬)।
আল শাহরিয়ার: ৫ রান ২১ বলে (শ্রীলঙ্কা: কলম্বো ৫ আগস্ট ২০০২)।
মিনহাজুল আবেদীন: ৫ রান ২০ বলে (ওয়েস্ট ইন্ডিজ: ডাবলিন ২১ মে ১৯৯৯)।
আমিনুল ইসলাম: ৫ রান ২০ বলে (শ্রীলঙ্কা: ঢাকা ২৯ মে ২০০০)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।