আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধশত করলেন ইমরুল কায়েসও

আনামুল হকের সঙ্গে জুটি গড়ে অর্ধশতক করলেন ইমরুল কায়েসও। ফলে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে অভাবনীয় সূচনা পেয়েছে বাংলাদেশ।

ইনিংসের ১৮ ওভারেই দলীয় শতকের কোঠায় পৌঁছে যায় টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩৯ রান।

আনামুল হক অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে ৭৬ বলে ৫ চার ও ৪ ছক্কার ঝড়ে ৬৭ রান তুলে অপরাজিত রয়েছেন।

এটা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। অন্যপ্রান্তে ইমরুল কায়েস ৬৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান তুলে অর্ধশতক পূর্ণ করে আস্থার প্রতিদান দেন।

এর আগে ইনিংসের ১১.২ ওভার শেষে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও আনামুল হক বিজয় দলীয় অর্ধশতক পূর্ণ করেন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.