আমাদের কথা খুঁজে নিন

   

নতুন মুখ শামসুর ফিরেছেন ইমরুল

পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সেখান থেকেই সরাসরি ঢাকায় আসার কথা অ্যাঞ্জেলি ম্যাথিউসের নেতৃত্বে দ্বীপরাষ্ট্রের। বাংলাদেশ সফরে দুই টেস্ট, দুই টি-২০ ও তিন ওয়ানডে খেলবে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে খেলার আগে ম্যাথিউস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনরা নিজেদের ঝালাই করে নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে দ্বীপরাষ্ট্রের বিপক্ষে খেলার আগে মুশফিকুর রহিমরাও নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন বিসিএল খেলে।

মুশফিকরা যখন ক্রিকেট খেলছিলেন বিকেএসপিতে, তখন ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যাতে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শামসুর রহমান শুভ। তিন সিরিজ পর আবারও দলে ফিরেছেন ইমরুল কায়েশ। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২৭ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সিরিজে তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে তাল মেলাতে পারেননি এনামুল বিজয়। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স করতে পারছিলেন না। বিজয়ের ব্যাটে রান কথা বলছিল না বলেই নির্বাচক প্যানেল তামিমের জুটি খুঁজছিলেন। বিসিএলের প্রথম রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চলের পক্ষে ২৬৭ রানের ইনিংস খেলে নজর কাড়েন শামসুর রহমান শুভ। পরের ম্যাচেও করেন ৬৫ রান।

তার এই পারফরম্যান্সই জাতীয় দলের রাস্তা উন্মুক্ত করে দেয় শুভকে এবং কাজটা সহজ করে দেয় নির্বাচকদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে শুভকে নিয়েছেন নির্বাচকরা। শুভকে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক বলেন, 'শামসুর অভিজ্ঞ ক্রিকেটার। তামিম ইকবাল একজন বাঁ হাতি ব্যাটসম্যান। শামসুর ডান হাতি ব্যাটসম্যান।

অবশ্য ইমরুলও একজন বাঁ হাতি ব্যাটসম্যান। টিম মেনেজম্যান্ট এদের মধ্যে থেকেই নির্বাচন করবে। আর শামসুর ভালো খেলছেন। তাই তিনি চলে এসেছেন দলে। ' ইমরুল ফিরেছেন তবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজ খেলেননি।

সবশেষ খেলেছিলেন ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ঘরোয়া লিগে এবং বিসিএলে ধারাবাহিক পারফরম্যান্স করে দলে ফিরেছেন। তার ফিরে আসায় টিম মেনেজম্যান্টকে অবশ্য মৃদু সমস্যায় পড়তে হচ্ছে উদ্বোধনী জুটি নিয়ে। তারপরও ইমরুলকে দলভুক্ত করা হয়েছে মূলত চলমান পারফরম্যান্সের ধারাবাহিকতার জন্য জানান প্রধান নির্বাচক, 'ইমরুল পারফরম্যান্স করেই দলে ফিরেছেন। '

চলমান বিসিএলে সেঞ্চুরি করেছেন নাঈম।

তারপরও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে অঘোষিত লড়াইয়ে পেরে উঠেননি। আসলে পেরে উঠেননি মাহমুদুল্লাহ'র অফ স্পিনের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৯৪ রানে নেন ৭ উইকেট। এটাই মাহমুদুল্লাহকে এগিয়ে দিয়েছে নাঈম থেকে। মাহমুদুল্লাহকে দলভুক্ত করার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'লঙ্গার ভার্সান ক্রিকেটে মাহমুদুল্লাহ'র বোলিং সহায়ক বেশি।

এছাড়া সে অভিজ্ঞ ক্রিকেটারও। তাই তাকে দলে রাখা হয়েছে। ' ২০০৯ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-২০ খেললেও সুযোগ হয়নি দেশসেরা পেসারের। এবার সুযোগ সৃষ্টি হয়েছিল।

কিন্তু বিসিএল খেলে নিজেকে প্রমাণ করতে পারেননি নড়াইল এঙ্প্রেস। তাকে না নেওয়ার বিষয়ে ফারুক বলেন, 'আমাদের মনে হয়েছে মাশরাফি এখনো লঙ্গার ভার্সান ক্রিকেট খেলার মতো পুরোপুরি ফিট নন। তবে সে আমাদের জানিয়েছে এখন ভালো বোধ করছেন। আমি মনে করি আগামী ৬ মাসের মধ্যে লঙ্গার ভার্সান ক্রিকেট খেলে, তাহলে সে ফিরতে পারেন। তাকে দলে প্রয়োজন।

কেননা সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। '

শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা তাদের মাটিতে। সেখানে একটি টেস্ট ড্র করেছিল টাইগাররা। মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন গলে। এবার ঘরের মাটিতে খেলবে টেস্ট সিরিজ।

ঘরের মাটিতে হলেও শ্রীলঙ্কা সিরিজ কঠিন হবে জানান প্রধান নির্বাচক, 'টেস্টে আমরা মাত্র ভালো খেলতে শুরু করেছি। এখনো আমরা এমন দল হইনি যে কাউকে হারিয়ে দিব। উপমহাদেশে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে সিরিজে আমরা ভালো খেলতে চেষ্টা করব। '

প্রথম টেস্টে বাংলাদেশ

মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ, মাহমুদুল্লাহ রিয়াদ. ইমরুল কায়েশ, আব্দুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন ও আল-আমিন

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.