আমাদের কথা খুঁজে নিন

   

হিট বাংলা ছিঃনেমা বানাইবার চান?? (হবু নির্মাতারা মিস কইরেন না)

কথা প্যাঁচাই না।

বাংলা চলচ্চিত্রে এখন সুস্থ্য ধারার সুনামি বইছে। সেই সুনামির জলে ভেসে ভেসে আজকাল ছোট পর্দার নায়ক-নায়িকারাও এখন এফ,ডি,সিতে। চলছে বাংলা ছবি বানানোর ধুম। সেই ছবি তৈরীর তুমুল জোয়ার দেখে অনেক আমজনতারও নির্মাতা হইবার মনে চায়।

আর সেই ইচ্ছার জোয়ারের জলোচ্ছ্বাস এতোই উঁচু যে ভার্সিটির পুলাপানের শর্ট ফিল্ম বানানোর তোরে নামী দামী পাজী হায়াত-ও নিজের পায়ের তলায় আর মাটি খুজে পাচ্ছে না!! কিন্তু নির্মাতা বাড়লেও ছবির কতিপয় বিষয়ের পরিবর্তন হয় নাই। যেমন- নায়িকার শর্ট জামার উন্মুক্ত ময়দানে ভিলেনের স্পর্শ, উহা চার্লির অবলোকন, নায়কের উড়ন্ত আগমন। আজও নায়ক ঘুসি মারলে ব্যাকগ্রাউন্ডে ‘ইয়া…ভিসুমাইখ্‌’ শব্দটি অলিখিত ভাবে থাকবেই! এছাড়া ছবির শেষ দৃশ্যে ডি.এম.পি পুলিশের আগমন এবং প্রথম দৃশ্যে নায়ক-নায়িকার অযাচিত ধাক্কা-- এখনও জনতাকে বিরক্ত করে। এতো মিলের মাঝে দর্শক কেন আপনার ছবিটাই দেখবে??? কারণ একটাই--আপনি নায়ক/নায়িকা অনুযায়ী ছবির নাম রাখবেন তাই!! মানুষ হলে আসবো ছবির নাম আর কলাকুশলী দেখে। যেমন- নায়িকা যদি ‘মইউরী’ হয় তাইলে রিক্সাওয়ালারা হলে আসবো সবার আগে!!কাহিনীতো পরের ব্যাপার।

সুতরাং, নায়ক/নায়িকা যেই হোক না কেন- তার সাথে যায় এমন একটা জটিল নাম দিতে পারলেই কাম সারা। ছবি বানানোর ধাক্কায় নাম নিয়ে ভাবার সময় আর কোথায়!!তাই আমার হবু নির্মাতা ভাই-বোনদের জন্য তৈরীকৃত নামের কিছু স্যাম্পল নিচে দিয়া দিলাম। পুরাই বিনামূল্যে!! নায়কের বেলায় সম্ভাব্য ছবির নাম ও ধরণঃ শাকিব খানঃ হৃদয়ে পেটব্যাথা(রোমান্টিক), আমার বন্দুক তোমার সুখ(রোমান্টিক), ফাঁকা ফায়ার(একশন) ইত্যাদি। রিয়াজঃ মনের মাঝে হোগলার বেড়া(রোমান্টিক), ইসুবগুলের প্রেম(রোমান্টিক)। ডিপজলঃ আয় ছেড়ি গপ করি(রোমান্টিক), মাইর হবে কিন্তু কোন শব্দ হবে না(একশন), তিন মিনিটের কাম(অসামাজিক)।

চঞ্চলঃ ধর সাইকেল মুতে আসি(ভক্তিমূলক), ভবের হাটে কুত্তা ডাকে(রোমান্টিক), কুমড়া মেলা(সামাজিক)। ফেরদৌসঃ হঠাৎ বাবা হলাম(এক্সিডেন্টাল), কলকাতার দিদিকূল(রোমান্টিক)। বাপ্পারাজঃ দাগা পেলুম অন্তরে(জ্বালামূলক), অতি কষ্ট মাথা নষ্ট(ভাবমূলক), বাবা কেন দালাল(সামাজিক)। মারুফঃ ঠেকাইতে পারলে ঠেকাও(একশন), দুর্নীতির আন্টিরে আংকেল(একশন)। নায়িকাদের বেলায় সম্ভাব্য নাম ও ধরণঃ অপু বিশ্বাসঃ যৌবন আমার আলুর দম(রোমান্টিক), গদাম রাজ্য(একশন)।

মইউরীঃ সস্তার বস্তা(অসামাজিক), রাতের ইবলিশ(পুরাই অসামাজিক)। শাবনূরঃ বাসর ঘরে কথার দরকার কি(রোমান্টিক), বিবাহে লইজ্জ্বা পাই(আত্মজীবনীমুলক)। পূর্ণিমাঃ বন্ধু চিমটি দিও না(রোমান্টিক), খালি টাংকি(একশন)। মৌসুমীঃ এরশাদের বউ বিদিশা(পারিবারিক), রোকেয়া কেন বাগানে(থ্রিলার)। প্রভা/চৈতী (যদি ছবিতে নেন)ঃ চুষতে চুষতে যায় বেলা(পুরাই অসামাজিক), মানুষ মাত্রই ভুলশীল(অনুশোচনামূলক)।

বিন্দু/বাধন/শখ/শারিকাঃ এবার আমাদের পালা(একশন), আবার তোরা মজা নে (অনুসন্ধানমূলক)। ইত্যাদি। বিঃদ্রঃ- ছবি প্রকাশের পূর্বে ইউটিউবে নায়িকা ও নায়কের দু-একটি পূর্ণদৈর্ঘ্য ‘নীল’ চলচ্চিত্র মুক্তি দিলে ছিঃনেমা হিট খাওয়ার সম্ভাবনা শতভাগ!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।